সম্প্রতি লোকসভায় পাশ হয়েছে আরটিআই সংশোধনী বিল। এবার এই বিলকে কেন্দ্র করে মোদীকে নিশানা করলেন প্রাক্তণ কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। উল্টে তিনিই বিপাকে পড়লেন। শনিবার রাহুল টুইট করে বলেন, “সরকার আরটিআই বিলকে হত্যা করেছে। যাতে করে ভারত দুর্নীতি মুক্ত না হয়। আশ্চর্যজনকভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই থেমে গেল।”
রাহুলের এই টুইট নিয়ে বিভিন্ন মহলে একাধিক প্রশ্ন উঠছে, বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি পাশ হওয়ার পর রাহুল কেন মুখ খুললেন? তার আগে কেন এই বিল নিয়ে সরব হলেন না রাহুল? এখনই বা এই বিল নিয়ে সোচ্চার হয়ে কী লাভ হল? তাছাড়া সরকার বিরোধিতার প্রশ্নে তো রাহুল পিছিয়েই রইলেন। এর আগে অবশ্য ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গাঁধী লোকসভায় আরটিআই সংশোধনী বিলের বিরোধিতা করেছেন।
তিনি বলেছিলেন, ২০০৫ সালে তৈরি হওয়া আরটিআই বিলকে সংশোধন করে মোদী সরকার তথ্যের অধিকার আইনের স্বাধীনতা শেষ করে দিল।
প্রসঙ্গত, লোকসভার পর বৃহস্পতিবার রাজ্যসভায় নাটকীয়ভাবে ধ্বনি ভোটের মাধ্যমে তথ্যের অধিকার আইন ( সংশোধন ) বিল পাশ হয়। ফলে সংসদের দুই কক্ষে পাশ হওয়ায় তা কার্যকর হয়ে যায়।
বিরোধীরা এই বিলকে সংসদের সিলেক্ট কমিটিতে পাঠানোর আর্জি জানায়। কিন্তু বিরোধীদের সেই দাবি খারিজ হয়ে যায়।