বৃষ্টিতে আলু চাষের ক্ষতি। আর সেই শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক কৃষকের। মৃত কৃষকের নাম মৃত্যুঞ্জয় বাগ(৬৯)। বাড়ি ধনেখালি থানার পারাম্বুয়া সাহাবাজার পঞ্চায়েতের অন্তর্গত নিমডাঙ্গা সর্দারপাড়া এলাকায়। পরিবারের অভিযোগ, গত বছর আলু চাষে লাভ করতে না পারায় ব্যাঙ্কের লোন শোধ করতে পারেননি মৃত্যুঞ্জয় বাবু। সে কারণে এ বছর আলু চাষ করার জন্য পরিবারের সমস্ত গয়না, একটি গরু ও ধান বিক্রি করে আলু চাষ করেছিলেন। নিজের তিন বিঘা ও অন্য মালিকের জমি সাত বিঘা ভাগে নিয়ে মোট ১০ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন তিনি। গতকাল দুপুর থেকে সমস্ত আলু জমি পরিদর্শন করে এসে বুক চাপড়ে ক্ষতি হয়ে যাওয়ার কথা বলে কাঁদতে থাকেন।সন্ধ্যে নামতেই অসহ্য বুকে যন্ত্রণা শুরু হয়। রাত ১১ টা নাগাদ মৃত্যু হয় কৃষকের।
স্ত্রী নির্মালা বাগ বলেন, আলু চাষের ক্ষতির শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আমার স্বামীর।