দেশে ক্রমবর্ধমান বেড়ে চলা গণপিটুনির ঘটনায় ও ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন ৪৯ জন বুদ্ধিজীবী। সেই তালিকায় ছিলেন শ্যাম বেনেগাল, মণি রত্নম আদর বালাকৃষ্ণান সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অনুরাগ কশ্যপ, কঙ্কনা সেন শর্মা, কৌশিক সেন, অনুপম রায়, রুপম ইসলাম প্রমুখ। এবার তাঁদের বিরুদ্ধে বিহারের আদালেত মামলা রুজু দায়ের করলেন এক আইনজীবী।
শনিবার বিহার আদালতে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে এই মর্মে পিটিশন দাখিল করেছেন তিনি। আগামী ৩ অগাস্ট বিহার আদালতে এই মামলার শুনানি হবে।
ধর্মীয় ভাবাবেগে আঘাত, দোষারোপ করা, রাষ্ট্রদ্রোহিতার ধারায় এই মামলা রুজু করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, ৪৯ জনের ওই চিঠিতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। নরেন্দ্র মোদীর কাজকেও ছোট করা হয়েছে। এই মামলায় সাক্ষী হিসেবে নাম দেওয়া হয়েছে কঙ্গনা রানাওয়াত, মধুর ভান্ডারকর, বিজয় অগ্নিহোত্রীর মতো ব্যক্তিত্বদের নাম।
যাঁরা ৬২ জন পাল্টা চিঠি লিখে প্রধানমন্ত্রীকে সমর্থনে চিঠি লিখেছিলেন।