যেখানে সেখানে নামাজ পড়া নিয়ে উত্তপ্ত গুরুগ্রামের সেক্টর (Sector) 12 A এলাকা।
প্রত্যেক শুক্রবার এই হিন্দু অধ্যুষিত এলাকায় জোর করে রাস্তা বন্ধ করে নামাজ পড়া শুরু করে মুসলিমরা।
আস্তে আস্তে এর সময় সীমা বাড়তে থাকে। এর পর শুরু হয় লাউড স্পিকার এর তান্ডব, আলাপ আলোচনা করে সুরাহা বের হয় নি। এবার পথে নামলেন হিন্দুরা।
সংযুক্ত হিন্দু সংঘর্ষ সমিতি (Sanjukt Hindu Sanghyarsh Samiti) নামে একটি হিন্দু সংগঠনের ছাত্র ছায়ায় শুরু হয় গণ আন্দোলন। যেখানে জোর করে মুসলিমরা নামাজ পড়ে , সেই স্থানেই হিন্দুরা শুরু করলো ” গোবর্ধন পূজো”।
এই ঘটনায় অসন্তুষ্ট হয়ে মুসলিমরা দ্বারস্থ হয় পুলিশের কাছে। পুলিশ সাফ জানিয়ে দেয় যে একটা সেক্যুলার (secular) দেশে যদি কোনো সম্প্রদায়ের মানুষ রাস্তায় নামাজ পড়তে পারে , তাহলে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ পূজোও করতে পারে। ধোপে টিকলো না অন্য পক্ষের যুক্তি।