এবার থেকে আরব এমিরেটসে অমুসলিমদের বিয়েকে ও মান্যতা দেওয়া হবে ও এরই সাথে অমুসলিমদের বিভিন্ন সুযোগ সুবিধে নিয়েও সরকার চিন্তা ভাবনা করবে, তেলের ভান্ডার ফুরিয়ে যাচ্ছে বলেই কি পলিসি চেন্জ

অনেকেই বলছেন এটি যুগান্তকারী সিদ্ধান্ত।
প্রায় অসম্ভব কে সম্ভব করে দেখালেন ইউনাইটেড আরব এমিরেটস (United Arab Emirates) বা U A E র যুবরাজ প্রিন্স শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান (Prince Sheikh Khalifa Bin Zayed Al Nahyan)।

খলিফা সরকারি ভাবে জানান যে এবার থেকে ইউনাইটেড আরব এমিরেটস বা U A E তে অমুসলিমদের বিয়েকেও সমান গুরুত্ব ও মান্যতা দেওয়া হবে ও এরই সাথে অমুসলিমদের বিভিন্ন সুযোগ সুবিধে নিয়েও সরকার চিন্তা ভাবনা করবে।

আবুধাবি জুডিশিয়াল ডিপার্টমেন্ট এর আন্ডার সেক্রেটারি ইউসুফ সায়ীদ আল অব্রি (Yusuf Sayeed Al Abri , Under Secretary, Abu Dhabi Judicial Department বা ADJD) জানান যে ইউনাইটেড আরব এমিরেটস (UAE) এ নতুন সিভিল ল (new civil law) বা আইন আনা হচ্ছে যার দৌলতে অমুসলিমদের সুযোগ সুবিধের দিকগুলি গুরুত্ব ও যত্ন সহকারে বিবেচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.