প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বলেন যে, ২০ বছর আগে পাকিস্তানের সাথে যুদ্ধ যখন শীর্ষে ছিল তখন তিনি কারগিল সফর করেছিলেন এবং সেখানে মাটিতে মাথা নত করে সৈন্যদের বীরত্বকে সালাম করেছিলেন। প্রধানমন্ত্রী কার্গিল বিজয় দিবসে কারগিল বিজয়ের ২০তম বার্ষিকীতে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোদী বলেন যে, সে সময় পুরো দেশ সৈন্যদের সাথে একসাথে দাঁড়িয়েছিল। যুবকরা রক্তদান করছিল এবং এমনকি শিশুরা সৈন্যদের জন্য তাদের হাত খরচের টাকাও দান করছিল তখন। তিনি দৃঢ়ভাবে বলেন যে, যুদ্ধ কখনও একা সরকার দ্বারা হয় না, হয় সমগ্র দেশবাসী দ্বারা। "আমাদের সৈন্যরা তাদের ভবিষ্যত প্রজন্মের জন্য সমস্ত কিছু ত্যাগ করে। এই সৈন্যদের কাজ প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের বিষয়"- মোদী বলেন। তিনি আরও বলে, "এটি ছিল ভারতের পবিত্রতা ও শৃঙ্খলার বিজয়। এটি ছিল প্রতিটি ভারতীয় প্রত্যাশার বিজয়। এই উপলক্ষে আমি সেই সমস্ত সাহসী হৃদয়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা তাদের রক্তের ত্যাগ করে কারগিলের শিখর থেকে তিরঙ্গা নামানোর ষড়যন্ত্র বানচাল করে দিয়েছেন। আমি সেই সাহসী মায়েদের প্রতি শ্রদ্ধা জানাই যারা এই সাহসী হৃদয়ের জন্ম দিয়েছিল।" মোদী বলেন, কাশ্মীরকে নিয়ে ছল করেছে পাকিস্তান। ৬৫-এ, ৭১-এ কিন্তু ৯৯-এ ছলকে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা। প্রধানমন্ত্রী বলেন, কারগিলের বিজয় ছিল দেশের পুত্র-কন্যাদের সাহসিকতার পাশাপাশি ভারতের শক্তি ও ধৈর্যের জয়।
2019-07-28