আওয়ামী লীগের এম পি মোহম্মদ আইনুদ্দিন তারই দলের বড় মাপের নেতা সুরঞ্জিত সরকারকে বললেন ” আপনারা হিন্দুরা হচ্ছেন ক্রিমিনাল “।
এই নিয়ে শুরু হয়েছে জোর তরজা , চর্চা ও বিতর্ক। বেরিয়ে আসছে বাংলাদেশের আসল চেহারা।
বাংলাদেশের (Bangladesh) রাজশাহীতে (Rajshahi) আসন্ন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ (Awami League) এর মধ্যেই একটা অভন্তরীন সমস্যা চলছিল অনেকদিন ধরেই।
সমস্যা টা মূলত চলছিল বাংলাদেশের আওয়ামী লীগের নেতা তথা এম পি মহম্মদ আইনুদ্দিন (Mohammed Ainuddin , MP) বনাম এক আওয়ামী লীগ এরই প্রতিষ্ঠিত বাঙালী (হিন্দু) নেতা সুরঞ্জিত সরকারের মধ্যে (Suranjit Sarkar)।
শেষের দিকে চাপানউতোর তা পৌঁছে যায় চরম সীমায়। তর্ক বিতর্ক চলার সময় নিজের ভিতরের আসল চেহারাটা বেরিয়ে আসে আইনুদ্দিনের।
তিনি সবার সামনেই তারই দলের প্রতিষ্ঠিত ও সর্বজনস্বীকৃত নেতা সুরঞ্জিত সরকারকে অপমান করলেন।
মিডিয়ার মাধ্যমে এই খবরটি চলে যায় প্রত্যেকের ঘরে ঘরে।
এমনিতেই বাংলাদেশে সাম্প্রতিক হিন্দুদের উপর হিংসা ও অত্যাচার নিয়ে উত্তাল গোটা বাংলাদেশ সহ পুরো বিশ্ব ۔ সেই খানে শেখ হাসিনার আওয়ামী লীগ এর মতো রাজনৈতিক দল যাকে মোটামুটি সেক্যুলার দল হিসাবে গণ্য করা হয় , সেই দলে এই রূপ অবস্থা নিঃস্বন্দেহে প্রচন্ড অস্বস্থিতে ফেলে দিয়েছে আওয়ামী লীগ তথা বাংলাদেশ সরকারকে।
বিভিন্ন মহলে উঠেছে প্রতিবাদের ঝড়। গোটা দেশ জুড়ে চলছে জোর বিতর্ক। সূত্রের খবর , গোটা ব্যাপারটা ব্যক্তিগত ভাবে খতিয়ে দেখছেন হাসিনা স্বয়ং। আপাতত শো কজ করা হয়েছে আওয়ামী লীগের এম পি মহম্মদ আইনুদ্দিনকে।