চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে গ্রুপ-১’এর এক নম্বর দল ইংল্যান্ডের মুখোমুখি হয় গ্রুপ-২’এর দু’নম্বর দল নিউজিল্যান্ড। সুপার টুয়েলভে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, উভয় দলই নিজেদের ৫ ম্যাচের চারটিতে জেতে। হারে একটি করে ম্যাচ। এই অবস্থায় শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডকে টেক্কা দেয় নিউজিল্যান্ড। ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের ‘রি-ম্যাচে’ শেষ হাসি হাসেন কেন উইলিয়ামসনরা।10 Nov 2021, 11:21:02 PM IST
ম্যাচের সেরা ডারিল মিচেল
৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে প্রথম সেমিফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হন কিউয়ি ওপেনার ডারিল মিচেল।10 Nov 2021, 11:19:53 PM IST
মধুর প্রতিশোধ, বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড
২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে খেতাব হাতছাড়া হয়েছিল নিউজিল্যান্ডের। এবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। মর্গ্যানদের পরাজিত করে চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেন কেন উইলিয়ামসনরা।10 Nov 2021, 11:06:22 PM IST
৫ উইকেটে জয় নিউজিল্যান্ডের
ইংল্যান্ডের ৪ উইকেটে ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৭ রান তুলে নেয়। ওপেনার ডারিল মিচেল ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ১ রান করে নট-আউট থাকেন মিচেল স্যান্টনার। জয়ের জন্য সেষ ২ ওভারে ২০ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। তবে তারা শেষ ওভারে খেলা টেনে নিয়ে যেতে চাননি। ক্রিস ওকসের ১৯তম ওভারেই ২০ রান তুলেই ১ ওভার বাকি থাকতে ৫ উইকেটে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। 10 Nov 2021, 10:57:08 PM IST
নিশাম আউট
১৭.৬ ওভারে আদিল রশিদের বলে ইয়ন মর্গ্যানের হাতে ধরা পড়েন জিমি নিশাম। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০ বলে ২৬ রান করে ক্রিজ ছাড়েন তিনি। নিউজিল্যান্ড ১৪৭ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মিচেল স্যান্টনার। জয়ের জন্য শেষ ২ ওভারে ২০ রান দরকার নিউজিল্যান্ডের।10 Nov 2021, 10:55:51 PM IST
হাফ-সেঞ্চুরি মিচেলের
৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডারিল মিচেল। তিনি আদিল রশিদকে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরানের গণ্ডি টপকে যান।10 Nov 2021, 10:52:46 PM IST
জর্ডনের ওভারে ২৩ রান ওঠে
১৭তম ওভারে ক্রিস জর্ডনের বলে ২৩ রান তোলে নিউজিল্যান্ড। ২টি ছয় ও ১টি চার মারেন নিশাম। ১৭ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ১৩৩/৪। মিচেল ৪৬ ও নিশাম ২০ রানে ব্যাট করছেন।10 Nov 2021, 10:39:48 PM IST
ফিলিপসকে ফেরালেন লিভিংস্টোন
১৫.১ ওভালে লিয়াম লিভিংস্টোনের বলে বিলিংসের হাতে ধরা পড়েন গ্লেন ফিলিপস। ৪ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন তিনি। নিউজিল্যান্ড ১০৭ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জিমি নিশাম। ১৬ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ১১০/৪। জয়ের জন্য ২৪ বলে দরকার ৫৭ রান। ডারিল মিচেল ৪৬ রানে ব্যাট করছেন। লিভিংস্টোন ৪ ওভারে ২২ রানের বিনময়ে ২টি উইকেট নেন।10 Nov 2021, 10:37:58 PM IST
১৫ ওভারে নিউজিল্যান্ড ১০৭/৩
১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ৬০ রান। ডারিল মিচেল ৪৫ রানে ব্যাট করছেন।10 Nov 2021, 10:29:01 PM IST
কনওয়ে আউট
১৩.৪ ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে বাটলারের দস্তানায় ধরা পড়েন ডেভন কনওয়ে। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৪৬ রান করে আউট হন ডেভন। নিউজিল্যান্ড ৯৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস।10 Nov 2021, 10:20:32 PM IST
৮ ওভারে দরকার ৮৭ রান
১২ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৮০ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৮ ওভারে তাদের দরকার ৮৭ রান। ডেভন কনওয়ে ৪০ ও ডারিল মিচেল ২৮ রানে ব্যাট করছেন।10 Nov 2021, 10:06:53 PM IST
৯ ওভারে নিউজিল্যান্ড ৫০/২
৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে নিউজিল্যান্ড। ডারিল মিচেল ২১ ও ডেভন কনওয়ে ১৯ রানে ব্যাট করছেন। 10 Nov 2021, 09:53:15 PM IST
পাওয়ার প্লে-র ৬ ওভারে নিউজিল্যান্ড ৩৬/২
পাওয়ার প্লে-র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৬ রান তুলেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ১২ বলে ১৪ রান করেছেন। ১০ বলে ১২ রান করেছেন ডারিল মিচেল।10 Nov 2021, 09:36:44 PM IST
ওকসের দ্বিতীয় শিকার উইলিয়ামসন
প্রথম ওভারে মার্টিন গাপ্তিলের উইকেট তুলে নিয়েছিলেন ক্রিস ওকস। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে তিনি ফিরিয়ে দিলেন কেন উইলিয়ামসনকে। ২.৪ ওভারে আদিল রশিদের হাতে ধরা পড়েন কিউয়ি দলনায়ক। ১১ বলে ৫ রান করেন তিনি। নিউজিল্যান্ড ১৩ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভন কনওয়ে। ওকসের উইকেট মেডেন ওভার শেষ। তিনি ২ ওভার বল করে ৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। ২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৩/২।10 Nov 2021, 09:26:26 PM IST
গাপ্তিলকে ফেরালেন ক্রিস ওকস
প্রথম ওভারে ক্রিস ওকসের তৃতীয় বলে মইন আলির হাতে ধরা পড়েন মার্টিন গাপ্তিল। ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৪ রান করে ক্রিজ ছাড়েন গাপ্তিল। ৪ রানে ১ উইকেট হারায় নিউজিল্যান্ড। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। প্রথম ওভারে কিউয়িরা ১ উইকেট হারিয়ে ৮ রান তুলেছে।10 Nov 2021, 09:24:18 PM IST
নিউজিল্যান্ডের রান তাড়া করা শুরু
নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন মার্টিন গাপ্তিল ও ডারিল মিচেল। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন ক্রিস ওকস। প্রথম বলেই বাউন্ডারি মারেন গাপ্তিল।10 Nov 2021, 09:17:27 PM IST
ইংল্যন্ড ২০ ওভারে ১৬৬/৪
ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলেছে। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন মইন আলি। ২ বলে ৪ রান করে নট-আউট থাকেন মর্গ্যান। জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১৬৭ রান।10 Nov 2021, 09:10:47 PM IST
হাফ-সেঞ্চুরি মইনের
৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মইন আলি। নিশামের বলে চার মেরে অর্ধশতরানের গণ্ডি ছুঁয়ে ফেলেন ব্রিটিশ অল-রাউন্ডার।10 Nov 2021, 09:08:19 PM IST
লিভিংস্টোনকে ফেরালেন নিশাম
১৯.২ ওভারে জিমি নিশামের বলে স্যান্টনারের হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৭ রান করেন লিয়াম। ইংল্যান্ড ১৫৬ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইয়ন মর্গ্যা10 Nov 2021, 08:57:43 PM IST
সোধি ৪ ওভারে ৩২/১
ইশ সোধি ৪ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ১৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৩০। মইন আলি ২৮ বলে ৩৫ রান করে ব্যাট করছেন। ৩ রান করেছেন লিভিংস্টোন।10 Nov 2021, 08:47:02 PM IST
মালানকে ফেরালেন সাউদি
১৫.২ ওভারে টিম সাউদির বলে ডেভন কনওয়ের দস্তানায় ধরা পড়েন ডেভিড মালান। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৪১ রান করে ক্রিজ ছাড়েন ডেভিড। ইংল্যান্ড ১১৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১১৯/৩। সাউদি ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। মইন আলি ২৩ বলে ২৬ রান করেছেন।10 Nov 2021, 08:43:29 PM IST
১৪ ওভারে ইংল্যান্ডের স্কোর ১০০/২
১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ড ১০০ রান তুলেছে। ২৬ বলে ৩৪ রান করেছেন ডেভিড মালান। ১৭ বলে ১৭ রান করেছেন 10 Nov 2021, 08:24:35 PM IST
১০ ওভারে ইংল্যান্ড ৬৭/২
১০ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৬৭ রান তুলেছে। ডেভিড মালান ১৫ ও মইন আলি ব্যক্তিগত ৪ রানে ব্যাট করছেন।10 Nov 2021, 08:13:16 PM IST
বাটলারকে ফেরালেন সোধি
৮.১ ওভারে জোস বাটলারকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন ইশ সোধি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন বাটলার। ইংল্যান্ড ৫৩ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মইন আলি।10 Nov 2021, 08:10:56 PM IST
৮ ওভারে ইংল্যান্ড ৫৩/১
৮ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৫৩ রান তুলেছে। ২৩ বলে ২৯ রান করেছেন বেয়ারস্টো। ৮ বলে ৫ রান করেছেন মালান।10 Nov 2021, 07:59:18 PM IST
বেয়ারস্টোকে ফেরালেন মিলিন
৫.১ ওভারে অ্যাডাম মিলিনের বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন জনি বেয়ারস্টো। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৩ রান করেন তিনি। ইংল্যান্ড ৩৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মালান। পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে। বাটলার ১৬ বলে ২০ রান করে ব্যাট করছেন।10 Nov 2021, 07:51:16 PM IST
৪ ওভারে ইংল্যান্ড ২৯/০
৪ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ২৯ রান তুলেছে। ১২ বলে ১৭ রান করেছেন বাটলার। ১২ বল খেলে ৭ রান করেছেন জনি বেয়ারস্টো।10 Nov 2021, 07:35:27 PM IST
ম্যাচ শুরু
ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন বেয়ারস্টো ও বাটলার। নিুজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন টিম সাউদি। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন বাটলার। প্রথম ওভারে ৬ রান ওঠে। কোনও উইকেট হারায়নি নিউজিল্যান্ড।10 Nov 2021, 07:28:48 PM IST
নিউজিল্যান্ডের প্রথম একাদশ
মার্টিন গাপ্তিল, ডারিল মিচেল, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলিন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ইশ সোধি।10 Nov 2021, 07:26:19 PM IST
ইংল্যান্ডের প্রথম একাদশ
জোস বাটলার (উইকেটকিপার), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), মইন আলি, স্যাম বিলিংস, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, আদিল রশিদ ও মার্ক উড।10 Nov 2021, 07:17:07 PM IST
ওপেনে বেয়ারস্টো
জেসন রয় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে প্রত্যাশা মতোই বাটলারের সঙ্গে ওপেন করবেন জনি বেয়ারস্টো। টসের পর নিশ্চিত করলেন ইংল্যান্ড অধিয়ানয়ক ইয়ন মর্গ্যান। জেসনের বদলে দলে ঢুকেছেন স্যাম বিলিংস। নিউজিল্যান্ড অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে।10 Nov 2021, 07:06:34 PM IST
টস জিতল নিউজিল্যান্ড
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে টসভাগ্য সঙ্গে দিল নিউজিল্যান্ডের। টস জিতে কিউয়ি দলনায়ক কেন উইলিয়ামসন প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংল্যান্ডকে। সুতরাং, আবু ধাবিতে টস হেরে শুরুতে ব্যাটিং ইংল্যান্ডের। রান তাড়া করবে নিউজিল্যান্ড।10 Nov 2021, 06:49:02 PM IST
কোন পথে সেমিফাইনালে নিউজিল্যান্ড
১. পাকিস্তানের কাছে ৫ উইকেটে পরাজিত হয়।
২. ভারতকে ৮ উইকেটে হারিয়ে দেয়।
৩. স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৬ রানে ম্যাচ জেতে।
৪. নমিবিয়ার বিরুদ্ধে ৫২ রানে জয় তুলে নেয়।
৫. আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দেয়।10 Nov 2021, 06:47:12 PM IST
কোন পথে সেমিফাইনালে ইংল্যান্ড
১. ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে পরাজিত করে।
২. বাংলাদেশের বিরুদ্ধে ৮ উইকেটে জয় তুলে নেয়।
৩. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে জয় তুলে নেয়।
৪. শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬ রানে ম্যাচ জেতে।
৫. দক্ষিণ আফ্রিকার কাছে ১০ রানে পরাজিত হয়।10 Nov 2021, 06:18:26 PM IST
বদলার লড়াই নিউডিল্যান্ডের
২০১৯ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ম্যাচ টাই হয়। সুপার ওভারেও ম্যাচ টাই হয়। বেশি বাউন্ডারি মারার জন্য ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সুতরাং, এবার সেই বিশ্বকাপের মঞ্চেই ইংল্যান্ডকে হারিয়ে বদলা নেওয়ার সুযোগ রয়েছে কিউয়িদের সামনে।