গুজরাটের (Gujurat) গেডিয়া গ্রামের (Gedia Village) এক এনকাউন্টারে নিহত হলো গুজরাটের কুখ্যাত ডন হানিফ খান ওরফে কালো মুন্ন জাট মালেক ও তার ছেলে মাদ্দিন খান।
এই হানিফকে দীর্ঘদিন ধরে খুঁজছিলো গুজরাটের পুলিশ। খুন , ডাকাতি , রাহাজানি , ধর্ষণ তো বটেই, হানিফের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে কাজ ও বিভিন্ন দেশ বিরোধী কাজের অভিযোগও আছে।
হানিফের বিরুদ্ধে Gujurat Control of Terrorism and Organised Crime Act (GUJCTOC Act) সহ মোট ৮৯ টি পুলিশ কেস আছে।
গোপন সূত্রে খবর পেয়ে মালভান পুলিশ স্টেশনের (Malvan Police Station ) একটি বিশেষ দল (যার সাথে Anti Terrorist Squad বা ATS এর অধিকারিকরাও ছিলেন ) রওনা হয় গেডিয়া গ্রামে।সেখানে, মুখোমুখি গুলির লড়াইয়ে নিহত হয় তারা।
প্রসঙ্গত , হানিফের স্ত্রী বিলকিন (Bilkin) , ভাই রাশিদ খান (Rashid Khan) , ও মামাতো ভাই আজরাত খান (Ajrat Khan) , প্রত্যেকেই এই মুহূর্তে জেল খাটছে অনেকদিন ধরে এবং ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধেই GUJCTOC Act এর ধারায় কেস দেওয়া হয়েছে।