উপনির্বাচন মিটেছে। কিন্তু শাসক-বিরোধী তরজার শেষ এখনও হয়নি। অন্তত তেমনটাই অভিযোগ বিজেপি নেতা জয় সাহার। মঙ্গলবার ছট পুজোর সামগ্রী দান করতে গিয়ে রাসখোলা ঘাটে পুলিশি বাধার সম্মুখীন হন তিনি ও বিজেপি কর্মী সমর্থকেরা এমনটাই অভিযোগ।
পদ্ম শিবিরের অভিযোগ, এদিন সকালে পুজোর সামগ্রী দান করতে গিয়ে পুলিশ এসে জয় ও তাঁর অনুগামীদের বাধা দেয় বলে অভিযোগ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, অনুমতি ছাড়া কোনওরকম জনসংযোগ করা যাবে না। পাল্টা গেরুয়া শিবিরের দাবি, অনুমতি চেয়েই জনসংযোগ করা হচ্ছে। কিন্তু, পুলিশ ‘দলদাসের’ ভূমিকা নিয়েছে কার্যত। তাই প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
ঘটনায় জয় সাহার মন্তব্য়, “সরকার সন্ত্রাস চালাবে বলে চুপচাপ বসে থাকব তা তো হয় না। হয়ত নির্বাচনে আমরা হেরে গিয়েছি, তার অর্থ এই নয় যে, আমরা মানুষের সঙ্গে কোনও যোগাযোগ রাখব না। আমরা জনসংযোগ করব, যেমন আজ করছি। পরেও করব। ছটপুজোর সামান্য নতুন শাড়ি আর কিছু সামগ্রী দিচ্ছিলাম তাতেও পুলিশ এসে বাধা দিয়েছে। পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে তাতে কোনও সন্দেহ নেই।”
উপনির্বাচনেও খড়দহে দলের প্রচারে গিয়ে বাধা পেয়েছিলেন বিজেপি প্রার্থী। ফের ছটপুজোর সামগ্রী দানে বাধাদানের ঘটনায় কার্যত চাপানউতের শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও, তৃণমূল নেতৃত্বের দাবি, কোভিড পরিস্থিতিতে এভাবে দানসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের চেষ্টা করলে পুলিশ বাধা দেবেই। বিশেষ করে যদি সেই জনসংযোগের অনুমতি না নেওয়া থাকে। তবে এরসঙ্গে শাসক শিবিরের কোনও যোগ নেই বলেই দাবি তৃণমূল নেতৃত্বের।