সম্প্রতি আমেরিকার সেটি ইন্সটিটিউট এবং পুরডু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণা করে কয়েক বিলিয়ন বছর আগে শনির মত মঙ্গলেও বলয় ছিল একথা জানিয়েছেন। সকলেরই জানা আছে মঙ্গলের দুটি উপগ্রহ আছে। একটির নাম ফোবোস, আরেকটির নাম ডেইমস। এই বিজ্ঞানীরা গণনা করে ডেইমসের বেক্ষাপা ভাবে হেলে যাওয়া অক্ষের এমন হওয়ার পিছনে মঙ্গলের এই বলয়কেই দায়ী করেছেন। মজার কথা বিজ্ঞানীরা এটাও বলেছেন যে এখন অস্তিত্ব না থাকলেও কয়েক বিলিয়ন বছর পর আবার মঙ্গলে ফিরে আসবে শনির মত বলয়। আরো একটি আশ্চর্যের কথা বলেছেন তাঁরা। বলয়ের কারণে ডেইমসের অক্ষ বেক্ষাপা ভাবে হেলে গেলেও বলয় তৈরি বা তার উবে যাওয়ার ব্যাপারে ডেইমসের কোন ভূমিকা নেই। এ বিষয়ে ডেইমস নিতান্তই সদাশয়।
তাহলে কি করে ঘটে এমন ঘটনা আর এর পিছনে কার হাত আছে?
বিজ্ঞানীদের অন্য এক দলের গবেষণায় জানা গেছে যে নির্দিষ্ট সময় অন্তর এই বলয় তৈরির পেছনে হাত আছে মঙ্গলের অন্য গ্রহ ফোবোসের। অভিকর্ষের কারণে ফোবোসের মঙ্গলের কাছে চলে যাওয়া এবং দূরে চলে যাওয়ার কারণেই উদ্ভব হয় এই বলয়ের এবং উবে যাওয়ার পর কয়েক বিলিয়ন বছর বাদে মঙ্গলের এই বলয়ের ফিরে আসাও ঘটে এই কারণেই।
2021-11-09