শ্রীনগরে ফের কাশ্মীরি পণ্ডিতের দোকানে হামলা চালাল জঙ্গিরা। সোমবার রাত ৮ টা নাগাদ দোকানের ভেতর ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় জেহাদিরা। ঘটনায় প্রাণ হারান দোকানের কর্মচারি মহম্মদ ইব্রাহিম। এর আগে সোমবারই কেন্দ্রশাসিত অঞ্চলের বাটমালু এলাকায় জঙ্গি হামলার শিকার হয়েছিলেন এক পুলিশ কর্মী। কয়েক ঘণ্টার মধ্যে ফের মারা গেলেন এক নিরীহ ব্যক্তি।
জানা গিয়েছে, বোহরি কাদাল অঞ্চলে ওই দোকানের মালিক সন্দীপ মাওয়া নামের এক কাশ্মীরি পণ্ডিত। ঘটনার ঠিক আগে তিনি দোকান থেকে বেরিয়ে গাড়িতে করে বাড়ি ফিরে যান। এরপরই দোকানে ঢুকে গুলি চালায় জঙ্গিরা। হামলার পরেই রক্তাক্ত ইব্রাহিমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। হামলার খবর পেয়েই এলাকায় পৌঁছে যায় পুলিশ। দ্রুত আসা-যাওয়ার পথ বন্ধ করে জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি।
সন্দীপের বাবা রোশনলাল মাওয়াকেও তাঁর দোকানের বাইরে গুলি করে খুন করেছিল জঙ্গিরা। এবার সন্দীপের দোকানে হামলা চালাল জেহাদিরা। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে জাঁবাজ ফোর্স নামের এক জঙ্গি গোষ্ঠী। তারা জানিয়েছে, সন্দীপ ও তাঁর বাবা সরকারি এজেন্সির হয়ে কাজ করতেন। কাশ্মীরে ভিন রাজ্যের বাসিন্দাদের প্রতিষ্ঠিত হতে সাহায্য করতেন। তাই তাঁদের উপর হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, গত অক্টোবরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান আরেক কাশ্মীরি পণ্ডিত মাখনলাল বিন্দ্রু।