একদিন কমলালেবু বিক্রি করতে গেছিলেন, সামনে এক বিদেশী ক্রেতা কেনার জন্য এগিয়ে আসেন। কিন্তু, সেই বিদেশী ব্যক্তি কি বললেন, তিনি সেটা বুঝতে পারেননি, এরপরেই তিনি শিক্ষার প্রয়োজন অনুভব করলেন। শুরু হল এক নতুন যাত্রা, শুধুমাত্র কমলালেবু বিক্রি করেই। এই কমলালেবু বিক্রেতার নাম হরেকালা হাজাব্বা।
নিজের গ্রামে একটি স্কুল তৈরি করার কথা ভাবলেন, যাতে আর্থিক অভাবে জর্জরিত পরিবারের ছেলেমেয়েরা শিক্ষার আলো পেতে পারে। ধীরে ধীরে ১ একর জমিতে ২০০০ সালে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সেই স্কুলের জন্য পাল্টে যায় তাঁর গ্রামের চেহারা এবং তিনি পরিচিত হয়ে ওঠেন ‘অক্ষরা সান্তা’ নামে। এবার, শেষে তিনি পেলেন নিঃস্বার্থ কাজের যোগ্য সম্মান। ৬৪ বছর বয়সী হরেকালা হাজাব্বা রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের হাতে পেলেন ‘পদ্মশ্রী’ সম্মান।
তবে, হরেকালা হাজাব্বা এখানে তাঁর কাজ থামিয়ে দিতে চান না। প্রাথমিক শিক্ষার আলো গ্রামে পৌঁছানোর পরে, তিনি এবার উচ্চ শিক্ষার আলো গ্রামে পৌঁছাতে চান। তিনি এবার নিজের গ্রামে প্রি-ইউনিভার্সিটি কলেজ তৈরি করতে চান। উল্লেখ্য, জানা গেছে যে, দিল্লি থেকে তিনি নিজ গ্রামে ফিরে গেলে সেখানেও জেলা প্রশাসনের তরফে সম্মানিত করার ব্যবস্থা করা হয়েছে।
2021-11-09