হরিয়ানার ফতেহাবাদের সেন্ট মেরিস স্কুলে (,St Mary’s School, Fatehabad, Haryana) রামলীলা (Ram Leela)উপলক্ষে একটি ছোট নাটকের ব্যবস্থা করা হয়েছিল। নাটক করছিলো কচি কাঁচারা।
কিন্তু নাটকে যা দেখানো হলো তা দেখে ভিরমি খাওয়ার জোগাড়, সবাই স্তম্ভিত হয়ে যায়।
রাম ও লক্ষণ ডিস্কোর(disco) তালে তালে নাচ্ছে , পুরানো হিন্দি সিনেমার গান ” আজ কাল তেরে মেরে প্যার কে চার্চে হার জুবান পর্ ” এর তালে তালে নাচ্ছে রাম(Ram) ও সীতা (Sita)।
এই দৃশ্য দেখে অনেকেই ক্ষিপ্ত ও লজ্জিত বোধ করেন।
কিন্তু মানুষের ধৈর্যের সীমা পার হয়ে যায় যখন সীতা হরণ পর্বে দেখানো হয় যেই প্রকার সিনেমার হিরোর কোলে ছুটে এসে ঝাঁপিয়ে পরে সিনেমার হিরোইন , ঠিক তেমনই সীতা এসে রাবনের(Ravan) কোলে ঝাঁপিয়ে পরে রাবনকে উষ্ণ আলিঙ্গন করেন।
নাটকের শো শেষ হওয়া মাত্রই FIR করা হয় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ আসে বজরং দল(Bajrang Dal) সমেত বিভিন্ন হিন্দু সংগঠনের তরফ থেকে।
FIR এর কপি National Commission for Protection of Child’s Rights (N C P C R) এর কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর , N C P C R এর কাছ থেকে প্রশাসন জানতে চেয়েছে যে কি করে বাচ্চাদের দিয়ে স্কুলে এই ধরণের একটি অনুষ্ঠান করানো হলো। তদন্তে নেমেছে NCPCR।