দিল্লীর মুকুন্দপুর এলাকার নবী মসজিদের কাছেই বয়স্কা হিন্দু মহিলা ও তার দুই নাবালক নাতিকে হেনস্থার স্বীকার হতে হলো এক দল মুসলিম যুবকদের হাতে।
দিল্লীর মুকুন্দুপুরের বাসিন্দা কুসুম দেবী। তিনি তাঁর দুই নাতিকে পাঠিয়েছিলেন বাড়ির সামনের বাজারে দুধ কিনতে। বাজারে ঢোকবার সময় কিছু মুসলিম যুবক ওই বাচ্চাদের কাছ থেকে টাকা ছিনতাই করে।
এর পর বাচ্চারা বাড়িতে এসে জানায় পুরো ঘটনাটি। এর পর কুসুম দেবী নিজে বাজারের ওই স্থানে যান তাঁর দুই নাতিকে নিয়ে।
বাজারে গিয়ে কুসুম দেবী দেখেন একটি জায়গায় কিছু মুসলিম যুবক জটলা করে আছে। ওই জটলার মধ্যেই ছিল ওই ছিনতাইকারীরা এবং তাদের চিনিয়ে দেয় কুসুম দেবীর দুই নাতি।
কুসুম দেবী মুসলিম যুবকদের সাথে কথা বলতে গেলে তাঁকে ঘিরে ধরে পাঁচ সাত জনের একটি দল।
শুরু হয় গালাগালি , কুকথা। কিছুক্ষনের মধ্যেই কুসুম দেবী ও তার দুই নাবালক নাতিকে ঘিরে ফেলে প্রায় কুড়ি জনের একটি মুসলিমদের দল।
শুরু হয় প্রহার। অসহায় কুসুম দেবী ও নাতিদের মুসলিম যুবকদের হাত থেকে বাঁচাতে সময় মত চলে আসে পুলিশ, কিন্তু ততক্ষনে মাথায় , হাতে , পায়ে, বুকে ভালো আঘাত পান কুসুম দেবী ۔ নিগ্রহের হাত থেকে রেহাই পায়নি কুসুম দেবীর দুই নাবালক নাতিরাও।
পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকবার অভিযোগে জাহিম , নায়িম ও আলমকে গ্রেফতার করেছে।
এদের বিরুদ্ধে IPC র 323, 341, 356, 329 , 506 ও 34 ধারা লাগানো হয়েছে।
অভিযোগ প্রমান হলে এদের প্রত্যেকের সাত বছরের জেল হবে। উত্তেজনা থাকায় ওই এলাকায় পুলিশ ছাড়াও টহল দিচ্ছে মহাকাল সেনার ক্যাডাররা।