সংসদের বাদল অধিবেশন শেষ হলেই ৭ আগস্টের পর তিনি সিবিআইয়ের দপ্তরে যাবেন। শনিবার এক লিখিত বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। শুক্রবার সন্ধ্যায় জানা যায় আগামী ১ আগস্ট দুপুর দুটো নাগাদ তৃণমূলের রাজ্যসভার দলনেতাকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই নোটিসের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন এই কুইজ মাস্টার রাজনীতিক। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র “জাগো বাংলা”র প্রকাশক হিসেবে তাঁকে তলব করেছে সিবিআই।
তবে লিখিত বিবৃতিতে বেশকিছু অভিযোগ করেছেন ডেরেক। উল্লেখ করেছেন গত ফেব্রুয়ারি মাসে শীতকালীন সংসদ অধিবেশনের সময়ের কথা। সেই সময়ও সিবিআই তাঁকে নোটিস পাঠিয়েছিল। চিঠি লিখে সিবিআইকে সেবারও ডেরেক জানিয়েছিলেন, সংসদের অধিবেশন চলার কারণে আসতে পারবেন না। অধিবেশন শেষ হলে নিশ্চিত ভাবে তিনি সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে। তবে সে যাত্রায় সিবিআই জেরার মুখোমুখি হওয়ার ঠিক আগের দিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে তৃণমূলের রাজ্যসভার দলনেতাকে জানিয়ে দেওয়া হয়, সিবিআই দপ্তরে হাজিরার আপতত কোনও প্রয়োজন নেই। কিন্তু আবারও সংসদ অধিবেশন চলাকালীনই সিবিআই তাঁকে নোটিশ ধরানোয় বেজায় বিরক্তি প্রকাশ পেয়েছে ডেরেকের লিখিত বিবৃতিতে।