এবার জেহাদি সংগঠন পেল ভোটে লড়াই করার অধিকার। যদিও, সংবিধানের ভিত্তিতে পাকিস্তান গণতান্ত্রিক, কিন্তু সুতোর শেষ নিয়ন্ত্রণ থাকে সেনা ও মৌলবাদীদের হাতেই। পাকিস্তানী সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এবার থেকে নির্বাচনী ময়দানে নামবে ‘তেহরিক-ই-লাবাইক পাকিস্তান’। একই সঙ্গে এও জানা গেছে যে, পাকিস্তান সরকারের তরফে প্রায় ২০০০-এর মতো জেহাদিকে মুক্তিও দেওয়া হতে চলেছে।
উল্লেখ্য, তেহরিক-ই-লাবাইক পাকিস্তান বেশ কয়েকদিন ধরে পাকিস্তানে হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ওই দেশের পরিবেশ অশান্ত করে রেখেছে। এই সংগঠনের তরফে করা হয়েছে আজব এক দাবি। এরা দাবি করেছে যে, ফরাসি রাষ্ট্রদূতরকে পাকিস্তানে থাকতে দেওয়া চলবে না।
এই দাবির কারণে জড়িয়ে রয়েছে গত বছরের ফরাসি শিক্ষকের ঘটনা। উল্লেখ্য, আগের বছরে এক ফরাসি শিক্ষক হযরত মহম্মদের কার্টুন দেখায়। এই ঘটনার তাঁকে এক মুসলিম জঙ্গির হাতে প্রাণ হারাতে হয়। এই ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি মুসলিম ধর্মের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরপরেই, সারা পৃথিবী জুড়ে মুসলিম ধর্মাবলম্বী দেশের প্রধানরা দাবি করেন যে, ইম্যানুয়েলকে ক্ষমা চাইতে হবে এবং একই সঙ্গে তারা ফরাসি পণ্য ব্যবহার না করার দাবি করে। এই বিরোধিতা প্রদর্শনকারী সংগঠনের তালিকায় ছিল লাবাইক সংগঠন।
2021-11-08