ফের গুলি চলল উপত্যাকায়। গত রবিবার এক পুলিশকর্মী শ্রীনগরের জঙ্গি হামলায় বীরগতিপ্রাপ্ত হয়েছেন। উল্লেখ্য, প্রায় একমাস আগেই জেহাদিরা টার্গেট করেছিল শ্রীনগরের আরও এক পুলিশকর্মীকে।
সূত্রের খবর, ওই পুলিশকর্মী তৌসিফ আহমেদ এসডি কলোনির বাতমালু এলাকার বাসিন্দা ছিলেন। রবিবার রাত আটটা নাগাদ, তৌসিফ আহমেদ নিজের বাড়ির আশে পাশেই ছিলেন। তিনি বুঝতেই পারেননি জেহাদিরা তাকে টার্গেট করে ফেলেছে। আচমকা, তিনি কিছু বুঝে ওঠার আগেই জেহাদিরা গুলি চালাতে শুরু করে। পুলিশকর্মীর দেহ গুলিতে ঝাঁঝরা করে দেয় জেহাদিরা। ওই এলাকার অন্যান্য পুলিশকর্মীরা গুলির শব্দ বেরিয়ে আসেন। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন পুলিশকর্মী তৌসিফ আহমেদ। দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে অন্যান্য পুলিশকর্মীরা। তাকে নিয়ে যাওয়া হয় এসএমএইচএস হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর। ইতিমধ্যেই, ঘটনাকে ঘিরে তীব্র নিন্দা প্রকাশ করেছেন ন্যাশনাল কনফারেন্স। বর্তমানে ওই এলাকায় ঘিরে রাখা হয়েছে। তল্লাশি অভিযান শুরু হয়েছে ওই জঙ্গিদের উদ্দেশ্যে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত কাউকে ধরা যায়নি।