সদ্যসমাপ্ত চার কেন্দ্রের উপনির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সব মেশিন বদলে দিয়েছে রাজ্যের শাসক দল। না হলে একটা দল একাই ৮৬-৮৭ শতাংশ ভোট পেতে পারে?
রবিবার কলকাতায় একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। সেখান থেকে বেরোনার সময় বিরোধী দলনেতা বলেন, ‘সব মেশিন পাল্টেছে। বুথ ধরে ধরে বের করেছি আমি। সৌমেন গদলের জেনারেল সেক্রেটারি। ওঁর বাড়ির ভোট ৮টি। বুথে পড়েছে ১টি ভোট। শান্তিপুর কলেজের বুথে ৮টা ভোট পেয়েছে বিজেপি। তাহলে যেটা দাঁড়াচ্ছে তা হল, আমাদের একনিষ্ঠ কর্মীরাই দলের প্রার্থীকে ভোট দেননি। এটা কখনও হতে পারে? সব বুথের ফলাফল হাতে আসুক তারপর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নেব’।
এনিয়ে বিজেপি কি কোনও ব্যবস্থা নেবে? স্পষ্ট করেননি বিরোধী দলেনতা। তাঁর কথায়, ‘যা করার করব। মানুষ দেখছে। ১০০-র মধ্যে ৮৭ শতাংশ ভোট পাচ্ছে একটা দল। সবাই দেখছে হাসছে। পতনের জন্য যা যা হওয়ার তা হচ্ছে।’ গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের জয়ের ব্যবধানের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, ’ গত নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্রের ভোটে ব্যবহৃত ইভিএম গণনা করা হয়েছে গোসাবা উপনির্বাচনে’।
যদিও বিরোধী দলনেতার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘষশ। তিনি বলেন, ‘বিরোধী দলনেতার মস্তিষ্ক বিকৃতি হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর আওতায় নির্বাচন হয়েছে। এটা হতে পারে কখনও? কূপমণ্ডুক হয়ে থাকলে চলবে? তামিলনাড়ুতে বিজেপির এক প্রার্থী ১টি ভোট পেয়েছেন। শুভেন্দু বিজেপির সামনের সারিতে থাকলে ওদের কর্মীরাই ভোট দেবে না। মুখ দেখাতে পারছেন না। নিজেদের দোষে হেরে বাজারগরম করছেন’।