আর কয়েকদিন পরেই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগেই রণকৌশল নির্ণয় করতে দিল্লিতে কর্মসমিতির বৈঠকে বসল বিজেপি। বৈঠকে যোগ দিতে এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে পৌঁছে যান। জেপি নড্ডা, অমিত শাহ সহ দলের কেন্দ্রীয় কমিটির ১০০-র বেশি সদস্য বৈঠকে যোগ দিতে পৌঁছে যান।
কোভিড আবহে এই প্রথম বিজেপি-র কেন্দ্রীয় কমিটির বৈঠক হচ্ছে। কর্মসমিতির ১২৪ জন সদস্য বৈঠকে সশরীরে উপস্থিত হয়েছেন। উপস্থিত বাংলার প্রাক্তন রাজ্য সভাপতি তথা অধুনা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও। এদিকে আজ সকালে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী মোদী উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান দলের সভাপতি জেপি নড্ডা। বৈঠকে উপস্থিত দলীয় নেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর।ট্রেন্ডিং স্টোরিজ
বৈঠকে কী নিয়ে আলোচনা হতে চলেছে, তা নিয়ে বিশদে কিছু বলা হয়নি বিজেপির তরফে। তবে দলের অন্দরের খবর, আগামী বছরের উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হবে বৈঠকে। উত্তরপ্রদেশের প্রতি বিশেষ নজর দেওয়া হবে বলেও জানা গিয়েছে। কোন কোন বিষয়ে মানুষের ক্ষোভ রয়েছে, কী ভাবে সেগুলির সমাধান করা যায়, এ নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
‘সূর্যবংশী’-তে ‘টিপ টিপ বরসা পানি’ গান মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে একটাই বিষয়, রবিনা না ক্যাটরিনা? এবার এই তরজায় ছোট্ট ইঙ্গিতে নিজের মতামত পেশ করলেন রবিনা স্বয়ং!