‘পুরো ভারত তোমার পিছনে আছে, গ্রিভো।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলার ক্রিস গ্রিভেসকে এমনভাবেই উদ্বুব্ধ করলেন স্কটল্যান্ডের উইকেটকিপার ম্যাথু ক্রস। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বুধবার স্কটল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে আসে নিউজিল্যান্ড। শুরুটা দারুণ করলেও পঞ্চম ওভারে জোড়া উইকেট হারান কিউয়িরা। ৬.১ ওভারে আউট হয়ে যান ডেভন কনভয়ে। সেই সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল তিন উইকেটে ৫২ রান। সেই পরিস্থিতিতে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে স্কটল্যান্ড। সপ্তম ওভারে বল করতে আসেন গ্রিভেস। ৭.৩ ওভারে স্টাম্প মাইক্রোফোনে স্কটল্যান্ডের উইকেটকিপার ম্যাথুকে বলতে শোনা যায়, ‘পুরো ভারত তোমার পিছনে আছে, গ্রিভো’। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ
এমনিতে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সুপার ১২’-এর ‘গ্রুপ ২’-র যা অবস্থা, তাতে স্কটিশ উইকেটকিপার ভুল কিছু বলেননি। আপাতত গ্রুপে পঞ্চম স্থানে আছে ভারত। সেমিফাইনালে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। আপাতত গ্রুপে দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তান। তিন ম্যাচে আফগানদের ঝুলিতে আছে চার পয়েন্ট। নেট রানরেট +৩.০৯৭। তিন নম্বরে আছে নিউজিল্যান্ড। দু’ম্যাচে আছে দু’পয়েন্ট। সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। কিউয়িরা যদি নিজেদের বাকি তিনটি ম্যাচই জিতে যায়, তাহলে তাঁদের পয়েন্ট হবে আট। অন্যদিকে, ভারত যদি বুধবার আফগানিস্তানকে হারিয়ে দেয় এবং পরের দুটি ম্যাচও জেতে, তাহলেও বিরাট কোহলিদের সর্বাধিক পয়েন্ট ছয় হবে। সেই পরিস্থিতিতে নিউজিল্যান্ড যাতে নিদেনপক্ষে একটি ম্যাচও হারে, সেই প্রার্থনা করছেন ভারতীয়রা। যা ভারতের সম্ভাবনা বাড়িয়ে তুলবে।