বছরদশেক আগে ধনতেরাসে দাম ছিল ২৭,৫০০ টাকারও নীচে। সেই ধনতেরাসেই এবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ৪৭,৮২২ টাকায় ঠেকেছে। অর্থাৎ ১০ বছরের ব্যবধানে ১০ গ্রাম সোনার দাম ২০,৪৬৩ টাকা (প্রায় ৭৫ শতাংশ) বেড়ে গিয়েছে। তাও গতবারের তুলনায় এবার ধনতেরাসে কম আছে সোনার দাম। গত বছর অগস্টে রেকর্ড ৫৬,২০০ টাকা পৌঁছানোর পর ধনতেরাসের সময় ১০ গ্রাম সোনার দর ৫০,০০০ টাকার কাছে ঘোরাফেরা করছিল। এবার তা বেশ খানিকটা কম আছে। একনজরে দেখে নিন ২০১১ সাল থেকে প্রতি বছর ধনতেরাসে সোনার দাম কত ছিল -1
২০২১ সাল: ৪৭,৮২২ টাকা।2
২০২০ সাল: ৫০,৬৭৯.৫ টাকা।3
২০১৯ সাল: ৩৮,২৬৯ টাকা।4
২০১৮ সাল: ৩১,৭০২ টাকা।5
২০১৭ সাল: ২৯,৫৯৮ টাকা।6
২০১৬ সাল: ৩০,০৮২ টাকা।7
২০১৫ সাল: ২৫,৬৮৬ টাকা।8
২০১৪ সাল: ২৭,৪৮১ টাকা। 9
২০১৩ সাল: ২৯,৮২৬ টাকা। 10
২০১২ সাল: ৩১,৭৭৮ টাকা। 11
২০১১ সাল: ২৭,৩৫৯ টাকা।