আফগানিস্তানে তালিবানদের (Taliban) জয়কে ইসলামের জয় তো বটেই , বরং কয়েক ধাপ এগিয়ে মহম্মদ এর মক্কা বিজয়ের সাথে তুলনা করলো আলকায়েদা। ওই সন্ত্রাসবাদী সংগঠন আরো জানায় যে আফগানিস্তান সবে শুরু , ভারত থেকে শুরু করে মায়ানমার , নেপাল , কাম্বোডিয়া, ফিলিপিন্স থেকে শুরু করে গোটা এশিয়া ও ইউরোপ অচিরেই দখল করবে তারা। জিহাদকে সারা পৃথিবীর প্রত্যেকটি মুসলিম পরিবারের মধ্যে নিয়ে যাওয়ার আর্জি জানায় আল-কায়েদা।
এদিকে সন্ত্রাসবাদ কে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মদত দেওয়ার জন্য তুরস্ক (Turkey) কে দুষল রাষ্ট্র সংঘের (United Nations) ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (Financial Action Task Force বা FATF)।
FATF তরফে তুরস্ককে সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপের জন্য আলাদা অর্থ বরাদ্দ করতে বলা হয়েছে ও এরই সাথে দেশের কোনো সংস্থা যেন কোনো ভাবেই সন্ত্রাসবাদ কে আর্থিক মদত বা সহায়তা না দেয় সেই ব্যাপারে নজরদারি বাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।
FATF তরফে তুরস্ক কে তাদের নিজস্য ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স সার্ভিসকে (Financial Intelligence service ) আরো উন্নত করার আর্জি জানানো হয়েছে।