পাকিস্তান ও তুরস্কের সম্পর্কে ধরল ফাটল। জানা গেছে ভারতের কাশ্মীর ইস্যুই এই দুই দেশের সম্পর্কে ফাটল ধরার কারণে। এরদোগান সরকারের হঠাৎই নরম সুর পরিলক্ষিত হয়েছে এবং ঐ সরকারের এমন পদক্ষেপের কারণেই পাকিস্তানের কপালে ভাঁজ পড়েছে।
সম্প্রতি তুরস্কের এই নয়া সিদ্ধান্তের কথা জানতে পারা যায় একটি প্রবন্ধে, যেটি বেরোয় ইতালির ‘ইনসাইডওভার’ (insideover) নামক একটি ওয়েবসাইটে। ওই ওয়েবসাইটের প্রবন্ধটিতে রাজনৈতিক ও ভূকৌশলগত বিশেষজ্ঞ সের্গিও রেসতেল্লি তুরস্ক ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে লেখেন।
রেসতেল্লির এই প্রবন্ধ থেকেই জানা যায় যে, তুরস্কের সিদ্ধান্তে পাকিস্তান অখুশি। তুরস্কের তরফে আপাতত কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষ নেওয়া বক্তব্য রাখা থেকে বিরত থাকার আভাস দেওয়া হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এও জানান যে, তিনি কাশ্মীরের বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন।
বিগত সময়ে রাষ্ট্রসংঘে ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে তুরস্ককে। ভারতের নীতির বিরুদ্ধে বিরোধিতা করে হয়েছিল মূলত কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করেই। কিন্তু, এবার গিলানির মৃত্যুর পরে কোনো শোকবার্তা দেননি এরদোগান। আবার, পাক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক চলাকালীন কাশ্মীর সম্পর্কে কোনো বিষয় উচ্চারণ করা হয়নি এরদোগানের তরফে। আর তাই, কাশ্মীর বিষয়ে অশনি সংকেত দেখছেন ইসলামাবাদ।
2021-11-01