একুশের নির্বাচনের আগে ঘাসফুল শিবিরের বহু নেতা ও কর্মী যোগ দিয়েছিলেন পদ্মফুল শিবিরে। এই রাজনৈতিক ব্যক্তিত্বদের যোগ দেওয়ার সময়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে নিযুক্ত ছিলেন দিলীপ ঘোষ। এবার, রাজ্য সভাপতির পদ অন্যের নামে দাখিল হওয়ার নিজের পূর্ব পদক্ষেপ নেওয়া সমালোচনা করলেন তিনি।
তিনি বললেন, “তৃণমূল দেখছে, বিজেপি শক্তিশালী হচ্ছে। তাই কিছু লোককে ঢুকিয়ে দলে চক্রান্ত করার চেষ্টা হচ্ছে। এই সব স্তর আমরা পার হয়ে এসেছি। বিজেপিকে এভাবে অস্থির করা যাবে না। বিজেপি যাঁর ওপর দায়িত্ব দেয়, পুরো দায়িত্ব দেয়। ইলেকশনের আগে কিছু দালাল লোক আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছু গিয়েছেন, কিছু আছে। উৎপাত করার চেষ্টা করছে। সব বার করে দেব”।
উল্লেখ্য, সম্প্রতি শংকর শিকদারের বিরুদ্ধে পড়েছে দুর্নীতির পোস্টার। শংকর শিকদার কলকাতা দক্ষিণে বিজেপির সাংগঠনিক সভার আগে কলকাতা দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি। যার ফলে বেশ অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। এই সবেরই মাঝে বাংলার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা
2021-11-01