নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার রুখতে আরও কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। শুক্রবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে নিষিদ্ধ শব্দবাজির বিক্রি, তৈরি ও ব্যবহার রুখতে যাবতীয় নির্দেশ মানতে হবে। যদি নিয়মের অন্যথা হয় তবে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য় সচিব, পুলিশ কমিশনার,এসপি ও পুলিশ কর্তাদের ব্যক্তিগতভাবে দায় নিতে হবে। বিচারপতি এমআর শাহ ও এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ জানিয়েছে,আদালত যে নির্দেশ দিয়েছে তা কেউ ভঙ্গ করতে পারবে না। উৎসব উদযাপনের নাম করে আইন ভাঙা যাবে না। তবে সব ধরনের বাজি নিষিদ্ধ নয়। গ্রিন বাজি চলতে পারে উৎসবের সময়।
তবে এই নির্দেশ সত্ত্বেও দিল্লিতে আগামী ১লা জানুয়ারি পর্যন্ত গ্রিন বাজি সহ যাবতীয় বাজি নিষিদ্ধ করা হয়েছ। দূষণ রোধেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওড়িশাতেও কোভিডের জেরে সমস্ত বাজি নিষিদ্ধ করা হয়েছে।এদিকে শব্দবাজি নিষিদ্ধ করা সত্ত্বেও কীভাবে গ্রিন বাজির নাম করে নানা নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তবে আদালত বেরিয়াম, লিথিয়াম, অ্যান্টিমনি, পারদের ব্যবহার বাজিতে নিষিদ্ধ করেছে। এর সঙ্গেই জোরালো বাজি যেগুলি প্রচুর শব্দ করে তা নিষিদ্ধ করেছে। তবে নিয়মভঙ্গকে দুর্ভাগ্যজনকভাবে মন্তব্য করেছে আদালত।