রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। কেন্দ্রীয় হারে রাজ্য সরকারকে দিতে হয়ে ডিএ। ডিএ মামলার রায়ে এমনটাই জানিয়ে দিল ট্রাইব্যুনাল।
কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়া বৈষম্যমূলক হবে বলে জানিয়ে দিল আদালত। ২০১০-এর পর থেকে একবার মাত্র ডিএ দেওয়া হয়েছে।
বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ বা মহার্ঘভাতার ফারাক রয়েছে ২৯ শতাংশ। দীর্ঘদিন ধরেই সরকারি কর্মীরা এই বিষয়ে আন্দোলন করেও কোনও লাভ হয়নি। চলছিল মামলা।
সেই মামলার রায়েই এদিন জানানো হল যে কোনও বৈষম্যমূলক আচরণ করা যাবে না। শুক্রবার এই মামলায় রাজ্য সরকারি কর্মীদেরই জয় হয়েছে। রায়ে বলা হয়েছে কেন্দ্রের সমান ডিএ দিতে হবে রাজ্যকে।