এবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হারের পরে ভারতের ক্রিকেট ভক্তরা ক্ষুব্ধ হয়েছিলেন। সমর্থকদের শান্ত থাকার বার্তা দিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে পরাজয়কে খেলার একটা অংশ হিসাবেই ধরতে বলেছেন তিনি। ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে শান্ত থাকার আবেদন করেছেন। সৌরভ যখন ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন, তখন একটি গ্রুপ খেলায় অস্ট্রেলিয়ার কাছে একতরফা হারে মহম্মদ কাইফের বাড়িতে পাথর ছোঁড়া হয়েছিল। পরে খেলোয়াড়দের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছিল। সেই টুর্নামেন্টে ভারত লড়াইয়ে ফিরে আসে এবং রানার্স আপ হয়।
তারপর থেকে খেলার জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু ভক্তদের একটি অংশ এখন তাদের ক্ষোভ প্রকাশ করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। রবিবার দুবাইতে ভারতের ১০ উইকেটে পরাজয়ের পরে, দলের একমাত্র মুসলিম খেলোয়াড় ফাস্ট বোলার মহম্মদ শামিকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের লক্ষ্য করা হয়েছিল। এবার শামির পাশে দাঁড়ালেন সৌরভ। ট্রেন্ডিং স্টোরিজ
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি বলেন, ‘এটা সবই অতিরিক্ত প্রতিক্রিয়া। পাকিস্তানের কাছে হারের কারণে অনেক কিছু তৈরি হয়েছে। এটা আমার কাছে বড় ব্যপার নয়। এটা খেলাধুলার অঙ্গ। তুমি হেরেছ. সবাই হারে। আশা করি তারা ফিরে আসবে এবং নকআউটে উঠতে পারবে।’ সৌরভ আরও বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি তারা সেখানে নিজেদের প্রমাণ করতে পারবে।’