টেট পরীক্ষার ফল প্রকাশ নিয়ে জলঘোলার অন্ত নেই রাজ্যে। বিভিন্ন সময়ে বিভিন্ন বছরের পরীক্ষার্থীরা এই নিয়ে দ্বারস্থ হয়েছেন আদালতের। নেমেছেন রাস্তায়। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে শোনা গিয়েছে অভিমানের সুর। এই আবহে ফের রাস্তায় নামলেন টেট পরীক্ষার্থীরা।
২০১৭ সালে টেট-এর ফলাফল দ্রুত প্রকাশ করে দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে মঙ্গলবার বর্ধমান টাউন হলের সামনে জড়ো হয়েছিলেন টেট পরীক্ষাত্রীরা। তাঁদের দাবি, তাঁরা ২০১৭ সালের প্রাথমিক টেট পরীক্ষাত্রী। রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ২০১৮ সালের কালীপুজোর পর পরীক্ষা ঘোষণা করলেও কোনও এক অজ্ঞাত কারণে তাদের পরীক্ষা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৩১ জানুয়ারি। তবে পরীক্ষা হলেও এখনও পর্যন্ত তার ফলাফল প্রকাশ করা হয়নি।ট্রেন্ডিং স্টোরিজ
আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৭ সালের পরীক্ষা ২০২১ সালে নেওয়া হল। ২০২২ সাল শুরু হতে চলল। তবে এখনও ফল প্রকাশ হল না। হাতে নিয়োগপত্র মিলল না। এই পাঁচ বছরে তাঁরা অসম্ভব মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। তাঁরা দাবি করেন, সরকার যাতে তাঁদের এই সমস্যার দ্রুত সমাধান বের করুক। শীর্ঘই তাঁদের পরীক্ষার ফল প্রকাশ করে তাঁদের নিয়োগ দেওয়া হোক।
ফলাফল প্রকাশ ও দ্রুত নিয়োগের দাবিতে পরীক্ষার্থীরা বর্ধমান টাউন হল চত্ত্বর থেকে মিছিল করে প্রাথমিক শিক্ষা সংসদ অফিসে পৌঁছান। সেখানে তাঁরা ডেপুটেশন জমা দেন। তাঁরা দাবি করেন যাতে মুখ্যমন্ত্রী এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেন। এই ডেপুটেশনে সমস্যা না মিটলে তাঁরা নবান্ন অভিযান করবেন বলেও জানিয়েছেন।