বাংলায় নিষিদ্ধ করা হল গুটখা, পান মশলাসহ তামাকজাত দ্রব্য,নির্দেশিকা জারি নবান্নের

স্বাস্থ্যের পক্ষে হানিকর গুটখাসহ তামাককজাত দ্রব্য। তবে এসব সামগ্রী বিক্রিতে কর বাবদ বেশ আয় হয় সরকারের। তবে সাধারণ মানুষের মঙ্গলের স্বার্থে দেশের বহু রাজ্যই ধীরে ধীরে গুটখা, পান মশলা নিষিদ্ধ করার পথে হেঁটেছে। সেই পথেই পশ্চিমবঙ্গেও একবছরের জন্য নিষিদ্ধ হতে চলেছে গুটখা, পান মশলা।ট্রেন্ডিং স্টোরিজ

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ৭ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে গুটখা, পানমশলার মতো তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ, সেবন নিষিদ্ধ হবে। এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালেও একই রকম ভাবে গুটখা, পান মশলাসহ একাধিক তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর আগে ২০১৩ সালে একবার এক বছরের জন্যে পশ্চিমবঙ্গে খৈনি, গুটকা, পানমশলা নিষিদ্ধ ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দু’বারও এক বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে প্রতিবারই সাধারণ মানুষের সচেতনতার অভাব এবং আইন তোয়াক্কা না করার মনোভাবের জেরে খোলা বাজারে দেদার বিকিয়েছে গুটখাসহ অন্যান্য তামাকজাত দ্রব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.