নয় বছর আগের রামুর বৌদ্ধ পল্লীর ভয়াবহ আক্রমণের স্মৃতিকে উস্কে দিয়ে বাংলাদেশের কক্স বাজারের টেকনাফ উপজেলায় গতকাল সংগঠিত হয় অতর্কিতে জেহাদি আক্রমণ।
হোয়কং এলাকার বৌদ্ধ মন্দিরে হামলায় অন্তত ১০ জন গুরুতর ভাবে আহত হয়েছে৷
মুসলিম হানাদাররা মন্দিরে আগুন ধরিয়ে দেয় ও জিনিসপত্র জ্বালিয়ে দেয় ৷ আধিকারিক পারভেজ চৌধুরী বলেছেন আনন্দ বৌদ্ধ বিহারে ভোর সাড়ে ৩ টার সময় আক্রমণ করে ১০ থেকে ১২ জনকে আহত করে৷
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য স্থানীয় মুসলিমরা যারা আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের সদস্যরা বৌদ্ধদের আক্রমণ করে ৷
এক মিটিং চলাকালীন সময়ে ছাত্র লীগের সদস্যরা হঠাৎ উত্তেজিত হয়ে চাকমা জনগোষ্ঠীর লোকদের আক্রমণ করে ৷ বৌদ্ধ বিহারকে টার্গেট করা হয় ৷
উল্লেখ্য, বাংলাদেশে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সংখ্যালঘু বৌদ্ধদের ওপর প্রথম হামলাটি হয়েছিল ২০১২ সালে ৷ যার বিরুদ্ধে অভিযোগ তুলে কক্সবাজার, রামু ও উখিয়ায় হামলা চালানো হয়, সেই উত্তম বড়ুয়ার এতদিনেও কোনো খোঁজ মেলেনি ৷
রামুর ঘটনার ভয়াবহতা এখন ও বৌদ্ধদের হৃদয়ে দগ দগে ঘায়ের মতো বিরাজমান ৷ দূর্গা পুজোয় হিন্দুদের পর বৌদ্ধদের টার্গেট করছে বলে তাদের ধারণা ৷ আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে ৷ ইসলামিক দাওয়ার মাধ্যমে বৌদ্ধদের জোর করে ধর্মান্তকরণ চলছে ৷ বৌদ্ধদের অভিযোগ একই সঙ্গে চলছে লাভ জেহাদের মাধ্যমে তাদের মেয়েদের টার্গেট করা ৷