এটা ইসলামের জয়। ‘ভারত-সহ দুনিয়ার মুসলিমদের সমর্থন পাকিস্তানের প্রতি ছিল।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের পর এমনই মন্তব্য করলেন ইমরান খানের দেশের মন্ত্রী শেখ রশিদ আহমেদ।
রবিবার দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দেন বাবর আজমরা। তার ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পায় পাকিস্তান। বাবরদের সেই ঐতিহাসিক জয়ের পর টুইটারে একটি ভিডিয়োবার্তায় রশিদ বলেন, ‘আজ আমাদের কাছে ফাইনাল ছিল। ভারত-সহ দুনিয়ার মুসলিমদের সমর্থন পাকিস্তানের প্রতি ছিল।’ সেইসঙ্গে দাবি করেন, পাকিস্তান যে জিতেছে, তা আদতে ‘ইসলামের জয়’।
উল্লেখ্য, রবিবারের আগে পর্যন্ত কোনও বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান। একদিনের বিশ্বকাপে সাতবারই ভারতের বিরুদ্ধে হেরেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ১০০ শতাংশ জয়ের রেকর্ড ছিল ভারতের। সেই রেকর্ডই ভেঙে যায় রবিবার। ১৩ তম সাক্ষাতে পাকিস্তানের সামনেই দাঁড়াতে পারেনি টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৫১ রান তোলেন বিরাটরা। জবাবে ১৩ বল বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে যান বাবররা। ম্যাচের পর বিরাট বলেন, ‘যেভাবে বিষয়গুলি পরিকল্পনা করেছিলাম, তা প্রয়োগ করতে পারিনি। কিন্তু কৃতিত্ব প্রাপ্য পাকিস্তানের। ওরা আজ আমাদের পুরো উড়িয়ে দিয়েছে। যখন ২০ রানের মধ্যে তিন উইকেট চলে যায়, তখন সেই ম্যাচে ফিরে আসা অত্যন্ত কঠিন হয়। বিশেষত আপনি জানেন যে শিশির পড়তে শুরু করবে। ব্যাটিংয়েও ওরা একেবারে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।’ সঙ্গে বিরাট জানিয়েছেন, দ্বিতীয় ইনিংসে কিছুটা ব্যাটিংয়ের সহায়ক হয়ে উঠেছিল দুবাইয়ের পিচ। ‘তাই আপনি যখন জানেন যে ম্যাচ যত এগোবে, তত অবস্থার পরিবর্তন হবে, তখন বাড়তি ১০-২০ রানের দরকার হয়।কিন্তু পাকিস্তানের দারুণ বোলিংয়ের কারণে আমরা হাত খুলতে পারিনি। (তবে) আমরা এমন দল নয় যে (একটি হারের পরই) আতঙ্কিত হয়ে পড়ব। এটা টুর্নামেন্টের সবে শুরু। মোটেও শেষ নয়।’