থানায় চলুন কথা হবে, বলছে পুলিশ, চাকরির দাবিতে ফের রাস্তায় SSC চাকরিপ্রার্থীরা

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে নানা জট কাটেনি এখনও। পুজোর আগেও এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ আছড়ে পড়েছিল। পুজো মিটতেই ফের রাস্তায় এসএসসি চাকরিপ্রার্থীরা। ফের মহানগরীর বুকে আছড়ে পড়ল এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ। হবু শিক্ষকদের এই বিক্ষোভকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। অবিলম্বে নিয়োগ করার দাবিতে সরব হয়েছেন তাঁরা। পুলিশের সঙ্গেও চাকরি প্রার্থীদের বচসা বেঁধে যায়। পুলিশ জানায় থানায় চলুন কথা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকজনকে আটকও করে কালীঘাট থানায় নিয়ে যায়।

এদিন রীতিমতো ব্যানার ফেস্টুন নিয়ে আন্দোলনে নামেন কর্মপ্রার্থীরা। নিয়োগ প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। এদিকে অতিমারি পরিস্থিতিতে পুলিশ আন্দোলনকারীদের জমায়েতে বাধা দেয়। পুলিশ আন্দোলনকারীদের জানায় কোনওভাবেই বর্তমান পরিস্থিতিতে এতজনকে জমায়েত হতে দেওয়া যাবে না। তবে আন্দোলনকারীদের দাবি, মুখ্যমন্ত্রীর কাছে তারা স্মারকলিপি পৌঁছে দিতে চান। মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন কালীঘাটের দফতরে তারা স্মারকলিপি পৌঁছে দেওয়ার কথা জানায়। রাত পর্যন্ত এই টানাপোড়েন চলতে থাকে। পরে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়। কয়েকজনকে আটক করে গাড়িতে তোলে পুলিশ। পুলিশ আন্দোলনকারীদের জানায় আমরা খারাপ ব্য়বহার করিনি। আন্দোলনকারীদের দাবি, তবে জামা ছিঁড়ল কী করে? 

 এদিকে এবারই প্রথম নয়, এর আগেও মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি পৌঁছে দিতে চেয়েছিলেন কর্মপ্রার্থীরা। এমনকী মুখ্য়মন্ত্রীর বাড়ির কাছে শুয়ে পড়েও আন্দোলনে নামার চেষ্টা করেছিলেন কর্মপ্রার্থীরা। তারপরেও দাবি মেটেনি। ফের আন্দোলনের পথে এসএসসি কর্মপ্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.