ম্যালেরিয়ায় আক্রান্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার দিল্লির বঙ্গভবন থেকে এমনই খবর মিলেছে। রাজ্যপালের রক্তের নমুনায় ম্যালেরিয়ায় জীবাণু পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে রাজ্যপালের অবস্থা স্থিতিশীল।
পুজোর আগে দার্জিলিংয়ে গিয়েছিলেন রাজ্যপাল। পুজো মিটতে বাগডোগরা হয়ে দিল্লি যান তিনি। তবে শরীরটা ভালো ছিল না তাঁর। শুক্রবার তাঁর জ্বর আসে। শনিবার রক্ত পরীক্ষা করলে জানা যায় তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত।ট্রেন্ডিং স্টোরিজ
দিল্লিতে পশ্চিমবঙ্গের সরকারি অতিথিনিবাস বঙ্গভবনে রয়েছেন রাজ্যপাল। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। দার্জিলিং সফরের সময়ই রাজ্যপাল ম্যালেরিয়ায় আক্রান্ত হন বলে অনুমান করা হচ্ছে।
বঙ্গভবনে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন রাজ্যপাল। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে তাঁর স্বাস্থ্যের দিকে কড়া নজর রেখেছেন চিকিৎসকরা।