দেশ থেকে মুছে যাচ্ছে মুঘল আমলের আরও একটা নাম। এবার ফৈজাবাদ স্টেশনের নাম বদলে অযোধ্যা ক্যান্টনমেন্ট করার সিদ্ধান্ত নিল যোগী সরকার। শনিবারই এই সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইট করে জানানো হয়েছে এই খবর।
মোঘলসরাইয়ের নাম বদলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর করা হয়েছে। এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। একইভাবে ফৈজাবাদ হয়েছে অযোধ্যা। এবার ফৈজাবাদ রেল স্টেশনের নামও বদলে ফেলার সিদ্ধান্ত নিল যোগী সরকার। উত্তর প্রদেশ সরকার সূত্রে খবর, মন্দিরের আদলে গড়ে তোলা হবে এই নয়া রেল স্টেশন।
রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় পর্যটন শিল্পে জোয়ার আনতে চান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যার কাছাকাছি অবস্থিত ফৈজাবাদ রেলওয়ে জংশন। অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে যে পর্যটন শিল্পের বিকাশের পরিকল্পনা করা হয়েছে এই স্টেশনটিকেও তার শরিক করার চেষ্টা হচ্ছে। সেই জন্যই এই নাম বদলের সিদ্ধান্ত যোগী সরকারের।
এদিন মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফৈজাবাদ রেলওয়ে জংশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ক্যান্টনমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন’। বলে রাখা ভাল, বছর দুয়েক আগে এই ফৈজাবাদের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ।