NGO এর মাধ্যমে ধর্মান্তকরণের দায়ে পুলিশ পাকড়াও করলো গুজরাটের বাসিন্দা তথা ব্রিটেনের নাগরিক আব্দুল্লাহ ফেবদিয়াল্লাহ নামক এক ব্যাবসায়ীকে, আল ফালা ট্রাস্টের মাধ্যমে গণ ধর্মান্তকরণ করতো সে, উঠে এলো আরো চাঞ্চল্যকর তথ্য

নাম আব্দুল্লাহ ফেবদিয়াল্লাহ। প্রকৃত নিবাস গুজরাটের ভারুচ।

আব্দুল্লার পাসপোর্ট দেখাচ্ছে যে সে গ্রেট ব্রিটেনের(Great Britain) নাগরিক। আদতে সে একটি আল ফালা ট্রাস্ট (Al Fala Trust) নামে NGO চালায় যার একমাত্র কাজ হচ্ছে ছলে বলে কৌশলে ভারতের বিভিন্ন প্রান্তরে ধর্মান্তকরণ ঘটিয়ে সাধারণ মানুষকে হিন্দু থেকে মুসলমান বানানো।

অনেকদিন ধরেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) Anti Terrorist Squad বা A T S এর নজরে ছিল আব্দুল্লাহ। সুযোগ বুঝে গুজরাট পুলিশের (Gujurat Police) সাথে জয়েন্ট অপারেশন করে আব্দুল্লাহকে গ্রেফতার করলো উত্তর প্রদেশের A T S।

ATS এর পক্ষে জানানো হয়েছে যে কমপক্ষে ৫৭ কোটি টাকার ধর্মান্তকরণের ব্যবসার করেছে এই আল ফালা ট্রাস্ট নামক আব্দুল্লার NGO টি।

আব্দুল্লার সাথে তার দুই ঘনিষ্ঠ সহযোগী সালাহউদ্দিন (Salahauddin) ও উমর (Umar) এর খোঁজও পেয়েছে ATS।
ATS এও জানতে পেরেছে যে দুবাই (Dubai) থেকে এই NGO র জন্য বিপুল পরিমান টাকা পাঠাতো মুস্তাফা শেখ নামে একজন ব্যক্তি।
এছাড়া মহারাষ্ট্র থেকেও অনেক পরিমানে অর্থ আসতো ইমরান (Imran) নামে একজনের কাছ থেকে। পুলিশ জানিয়েছে ভারতের ২৪ টি রাজ্যে ধর্মান্তকরণের যে ব্যাপক চক্র চলছে তার একদম শেকড়ে গিয়ে তদন্ত করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.