বাংলাদেশে দুর্গাপুজোর সময় অকারণে হিন্দুদের উপর হামলা ও ইস্কন মন্দিরে ভাঙচুর করা থেকে শুরু করে দুর্গা প্রতিমা ভাঙার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল ইস্কনের ভক্তরা। গোটা বিশ্ব জুড়ে ইসকনের ভক্তরা একজোট হয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার ও হামলার ঘটনা তীব্র প্রতিবাদ জানাল। পাশাপাশি, তারা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছে, বাংলাদেশ সরকারের কাছে।
সূত্রের খবর গোটা বিশ্বের ১৫০ টি দেশের ৭০০ টি ইস্কন মন্দিরে এই প্রতিবাদ মিছিল চলছে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের কলকাতার ইস্কন মন্দিরেও প্রতিবাদ মিছিল জারি রয়েছে। প্রসঙ্গত, গত ১৬ ই অক্টোবর বাংলাদেশ নোয়াখালীতে ইস্কন মন্দিরে হামলা চালিয়েছিল ইসলামপন্থী মানুষেরা। তারা মন্দিরে ঢুকে ভাঙচুর চালায়। দুর্গাপুজো চলাকালীন মণ্ডপে ঢুকে মূর্তি ভেঙে দেয়। শুধু তাই নয়, ইস্কনের সদস্যদের বেধড়ক মারধোর করে মৌলবাদীরা।
গোটা বাংলাদেশ জুড়ে মৌলবাদীর ব্যাপক হামলা চালায় হিন্দু মন্দির, ইস্কন মন্দির ও হিন্দুদের বাড়ি ঘরে। তাদের এই তান্ডব ও হামলার কারণে বহু হিন্দু মানুষের মৃত্যু হয়েছে, বলে খবর। জানা গিয়েছে, মৌলবাদীরা বাংলাদেশের রংপুরে ৬৫ টি হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে বাংলাদেশের হিন্দুরা সর্বস্বান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে, বাংলাদেশ সরকার ধরে ফেলেছে কুমিল্লার দুর্গা মণ্ডপে কোরান রাখা আসল অপরাধীকে।