জমি মাফিয়াদের রাজ বাম আমল থেকেই চলছে। এবারে তৃণমূলের জমানাতেও দেখা গেল, ঠিক একই জিনিস। অন্যের জমি জোর জবরদস্তি করে দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা। এবারে বাউল শিল্পী পূর্ণদাস বাউলের জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল।
ঘটনাটি ঘটেছে বীরভূমে। ইতিমধ্যেই পূর্ণদাস বাউল দ্বারস্থ হয়েছেন প্রশাসনের কাছে। গোটা পরিস্থিতি দেখতে যান ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর আধিকারিকরা ও স্থানীয় পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, বিগত কয়েক বছর আগে পূর্ণদাস বাউল ইলামবাজার থানার কামারপাড়া মৌজায় রাস্তার পাশে চার বিঘা জমি কেনেন। পূর্ণদাস বাউলের কথায়, তাঁর জমি ধীরে ধীরে দখল হতে শুরু করে ২০০৬ সালের পর থেকেই। তিনি বহুবার অভিযোগ জানিয়েছেন প্রশাসন ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে। কিন্তু তাতে কোন কাজের কাজ হয়নি।
এই প্রসঙ্গে পূর্ণদাস বাউল জানিয়েছেন, ‘ভুয়ো কাগজ তৈরি করে জমি বিক্রি করে দিচ্ছে জমি মাফিয়ারা। ইতিমধ্যে, আমার জমির নানা অংশে স্থায়ী দোকানপাট ও ঘরবাড়ি তৈরি হতে শুরু করেছে। এখন আমি অসহায় বোধ করছি।’ ইতিমধ্যে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রশাসনের কাছে। পাশাপাশি তিনি আরও বলেছেন, ‘বর্তমানে এই জমি আমার তিন ছেলের নামে লিখে দিয়েছি। কারা দখল করছে তা আমি জানি না।’