প্রবল জলোচ্ছাসে তোর্সা নদীতে তলিয়ে গেল ২ বোন। ঘটনা আলিপুরদুয়ারের জয়গাঁর। বুধবার সকালে তোর্সা নদীতে শৌচকর্ম করতে নেমে চরম পরিণতি হয় ২ বোনের। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন স্থানীরা।
জয়গাঁর মেচিয়াবস্তির বাসিন্দা সফিক আনসারির ২ মেয়ে বুধবার সকালে শৌচকর্ম করতে তোর্সা নদীতে নামে। গত ২ দিনের বৃষ্টিতে দুকূল ছাপিয়ে বইছে ডুয়ার্সের নদীগুলি। আর ভুটান সীমান্ত লাগোয়া এলাকায় জলের স্রোত সব থেকে বেশি। সেখানেই ঘটে দুর্ঘটনা। শৌচকর্ম সেরে বাড়ি ফেরার সময় পাড় ভেঙে নদীতে পড়ে যায় ২ জন। মুহূর্তে তলিয়ে যায় তারা। স্থানীয়রা অনেক চেষ্টা করলেও তাদের খোঁজ পায়নি।ট্রেন্ডিং স্টোরিজ
পরিবারের তরফে জানানো হয়েছে নিখোঁজ ২ শিশুকন্যার ১ জনের বয়স ৮ অন্যজনের ১০। ২ বোনের মৃত্যুতে শোকের ছায়া বনবস্তিতে। খবর দেওয়া হয়েছে জয়গাঁ থানায়। কিন্তু নদীতে যা স্রোত তাতে অসহায় বোধ করছেন পুলিশকর্মীরাও।
পাহাড়ে লাগাতার বৃষ্টিতে ইতিমধ্যে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। ডুয়ার্সে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। দুকুল ছাপিয়ে বইছে, তিস্তা, তোর্সা, জলঢাকার মতো নদীগুলি।