পরমব্রতকে বয়কটের ডাক তথাগত রায়ের

দূর্গাপুজো ও তার পরবর্তী সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসা নিয়ে উত্তাল রাজনৈতিক জগৎ। আঁচ ছড়িয়েছে শিল্পীমহল পর্যন্ত। এ পর্যন্ত ওপার বাংলা এবং এপার বাংলার বহু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ধিক্কার জানিয়েছে বর্বরোচিত কাণ্ডকে। ফেসবুকে লম্বা একটি পোস্ট করে নিজের প্রতিক্রিয়া রেখেছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ‍্যায়। এবার তাঁর বক্তব‍্যের পরিপ্রেক্ষিতেই অভিনেতাকে বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা তথাগত রায়।

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার বিরোধিতা করতে গিয়ে পরমব্রত লিখেছেন, ‘বাংলাদেশে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা তুলে ধরে , বিদ্বেষ সর্বত্র ছড়িয়ে গেছে এটা বলতে থাকাটা উস্কানি দেওয়া ছাড়া আর কিছুই নয় | এই ঘটনা গুলি থেকে যদি প্রমান হয় যে বাংলাদেশে হিন্দু রা বিপন্ন , তাহলে ভারতে গত সাত বছরে এরকম অগুনতি ঘটনা ঘটেছে এবং ঘটে চলেছে (এবং যেগুলি নিয়ে দেশনেতারা অভূতপূর্ব ভাবে চুপ থেকেছেন !) যেগুলি থেকে আরও সহজে প্রমান হয় যে ভারতে মুসলমান রা বিপন্ন !

আমি বরং বলবো, বড়ো পরিসরে, এতো সত্ত্বেও মানুষের ভিতরে সদ্ভাব সম্প্রীতি আছে | কিন্তু কিছু কম মিষ্টি কথাও এই সুযোগে বলে রাখা দরকার । গোঁড়ামি , মৌলবাদ , ইংরিজি তে যাকে বলে ফানাটিসিজম , সেটা সব ধর্মেই থাকে , থেকে এসেছে হাজার বছর ধরে | যখন যে ধর্মের মৌলবাদী জিগির সামনে আসে , তখন সেগুলোর থেকে বেরোনোর , সেগুলির সমালোচনা করার বা সেই বিস্বাসে বিশ্বাসী শক্তি গুলি কে পরাস্ত করার দায়িত্ত্ব কিন্তু সেই ধর্মের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকেই আরো বেশি করে নিতে হবে !

বাংলাদেশে আমার সমস্ত বন্ধুদের কাছে তাই আমার একান্ত অনুরোধ , কুমিল্লা বা নোয়াখালী তে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা করুন কোনো দ্বিধা না রেখে , দোষীদের কঠোর শাস্তি দাবি করুন | আপনাদের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তার বক্তব্যের মাধ্যমে সুবার্তা দিয়েছেন , আপনারাও সেই মৌলবাদ বিরোধী সুর বজায় রাখুন|

প্রতি বছরই প্রায় এরকম কিছু না কিছু ঘটে , সত্যি বলছি ভালো লাগে না | প্রাণের উৎসবের উপর আক্রমণ বলে ভালো লাগে না তো বটেই , তাছাড়াও আরো বড়ো একটা কারণ হলো, এই ঘটনা গুলি সীমানার এই পারে গোঁড়া হিন্দুত্ত্ববাদীদের বড়ো সুবিধে করে দেয় | তাদের আস্ফালন বাড়ে , ধর্মের জিগির তুলে , এই উদাহরণ টেনে , মানুষের মনে অন্য সম্প্রদায় সম্বন্ধে ঘেন্না জন্মিয়ে রাজনৈতিক মুনাফা তোলার পথ মসৃন হয় |’

এরপরেই গেরুয়া শিবিরের বর্ষীয়ান নেতা পালটা পরমব্রতকে বয়কটের ডাক দিয়ে সোশ‍্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অভিনেতা পরমব্রত চট্টোপাধ‍্যায় বাংলাদেশি হিন্দুদের উপর ইসলামিস্ট আক্রমণকে সমর্থন করছেন, হিন্দুত্বকে আক্রমণ করছেন। পরমব্রতকে বয়কট করা হোক।’ তবে এ বিষয়ে অভিনেতা এখনো কোনো প্রতিক্রিয়া দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.