নয় হাজার অফিসার পদ খালি ভারতীয় সেনায় : কেন্দ্র

লোকবলের অভাবে ভুগছে ভারতীয় সেনা৷ খালি রয়েছে নয় হাজারেরও বেশি সেনা আধিকারিকের পদ৷ সংখ্যাটা ৯৪২৭৷ বুধবার লোকসভায় এই তথ্যই দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপাদ ইয়েসু নায়েক৷ এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেন তিনি৷

রাষ্ট্রমন্ত্রী জানান, ভারতীয় সেনা, বায়ু সেনা ও নৌসেনায় লোকবলের অভাব রয়েছে৷ এছাড়াও পদ খালি রয়েছে আর্মি মেডিক্যাল কর্পস, আর্মি ডেন্টাল কর্পস ও মিলিটারি নার্সিং সার্ভিসে৷ চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ভারতীয় সেনায় অফিসারের সংখ্যা খাতায় কলমে ছিল ৫০হাজার ৩১২৷ আদপে সংখ্যাটা ছিল ৪২ হাজার ৯১৩৷ ফলে ঘাটতি ছিল ৭৩৯৯ জনের৷

লোকসভায় পেশ করা রিপোর্ট বলছে, জুনের পয়লা পর্যন্ত নৌসেনায় অফিসারের সংখ্যা ছিল ১০০১২ জন৷ অথচ প্রয়োজনীয় সংখ্যা ১১৫৫৭৷ ঘাটতি দাঁড়িয়েছে ১৫৪৫ জনের৷ ভারতীয় বায়ুসেনার অবস্থাও প্রায় এক৷ জানা গিয়েছে, পয়লা জুন পর্যন্ত ১২ হাজার ৬২৫টি অফিসার পদে রয়েছেন ১২ হাজার ১৪২ জন৷ ফলে লোক ঘাটতি ৪৮৩৷

এদিন রাষ্ট্রমন্ত্রী জানান, সব তথ্য লোকসভায় পেশ করা সম্ঙব নয়, কারণ এতে দেশের সুরক্ষা বিঘ্নিত হওয়ার আশংকা থাকে৷ তবে কিছু তথ্য যা জানা জরুরি, তা প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রক৷ জানা গিয়েছে, শুধু সেনাবাহিনীতেই নয়, পার্সোনাল বিলো অফিসার রাঙ্ক, এয়ার ম্যান, নাবিক পদগুলিতেও ঘাটতি রয়েছে লোকবলের৷ রেকর্ড বলছে লোক থাকার কথা ১২ লক্ষ ২৩ হাজার ৩৮১জন৷ কিন্তু ঘাটতি রয়েছে প্রায় ৩৮ হাজার ২৩৫ জনের৷

ভারতীয় নৌসেনায় মোট লোকবল প্রয়োজন ৭৪ হাজার ৪৬ জন৷ কিন্তু ঘাটতি রয়েছে ১৬ হাজার ৮০৬ জনের৷ বায়ুসেনাতে মোট লোকবলের সংখ্যা থাকা দরকার ১লক্ষ ৪২ হাজার ৯১৭ জন৷ কিন্তু ঘাটতি রয়েছে ১৩ হাজার ৮২৩ জনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.