টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে ঘিরে যাবতীয় প্রশ্নের মধ্যে এক বড় জিজ্ঞাসা ছিল কি হতে চলেছে দলের ওপেনিং কম্বিনেশন। বিরাট কোহলি, ইশান কিষাণ, রোহিত শর্মা এবং লোকেশ রাহুল, সকলেই আইপিএলে নিজেদের ফ্রাঞ্চাইজির হয়ে ওপেন করেছেন, তাই প্রশ্নটা বেশ কঠিনই ছিল। তবে কোন রাখঢাক না করে রোহিত-রাহুলই ভারতের হয়ে ওপেন করবেন, সাফ জানিয়ে দেন অধিনায়ক কোহলি।
বছরের শুরুর দিকে বিশ্বকাপে ওপেনিং করার নিজর ইচ্ছা প্রকাশ করেন কোহলি। সেইমতো আইপিএলেও ব্যাটিং ওপেন করেন তিনি। তবে রাহুলের অসাধারণ ফর্মে অনেকেই তাঁকেই ওপেনিংয়ে দেখতে চাইছিলেন। সেইমতোই স্বার্থহীনভাবে নিজে তিন নম্বরে নেমে রাহুলকেই ওপেনিংয়ের সুযোগ করে দিলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপ ওয়ার্ম ম্যাচের টসে কোহলি দলের তরফে এই সিদ্ধান্তের কথা জানান।ট্রেন্ডিং স্টোরিজ
তিনি বলেন, ‘আইপিএলের আগে পরিস্থিতি ভিন্ন ছিল। বর্তমানে রাহুল ব্যতীত ওপেনিং পজিশনে অন্য কারুর দিকে তাকানোটা প্রায় অসম্ভব। রোহিতের বিষয়ে আলাদা করে কিছুই বলার নেই। বিশ্বমানের ক্রিকেটার ও এবং টপ অর্ডারে দারুণ পারফর্ম করে আসছে। আমি তিন নম্বরে ব্যাট করব। এখন আপাতত আমি এইটুকুই জানাতে পারব।’ ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ বলে ৫১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে রাহুল কিন্তু প্রমাণ করে দেন, তাঁর ওপেনিং করা নিয়ে সত্যিই কোন প্রশ্ন থাকতে পারে না।