না না করতে করতে অবশেষে ভারতীয় দলের গুরুর দায়িত্ব পালনে নাকি রাজি হয়েছেন রাহুল দ্রাবিড়। সবকিছু ঠিকঠাক চললে টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই হয়তো রবি শাস্ত্রীর জায়গায় দেখা যাবে ক্রিকেটের দ্য ওয়ালকে। এর ফলে ভারতীয় ক্রিকেট মহলে খুশির হাওয়া বয়ে আনলেও সঙ্গে এসেছে দুশ্চিন্তার কালো মেঘ। কারণ দ্রাবিড় যদি ভারতীয় দলের প্রধান কোচ নিযুক্ত হন, তাহলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব সামলাবেন কে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে বিসিসিআই। ভারতীয় কোচের পদে রাহুলের জায়গা পাকা হওয়ার পরই জাতীয় অ্যাকাডেমির প্রধান পদে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে যাঁকে নেওয়া হবে, তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি হবে। তিনি বোর্ড সচিবের অধীনে থাকবেন। সূত্রের খবর রাহুল দ্রাবিড়ের জায়গায় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে লক্ষ্মণকে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।ট্রেন্ডিং স্টোরিজ
তবে শোনা যাচ্ছে দ্রাবিড়ের জায়গায় বসতে রাজি নন লক্ষ্মণ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নিতে রাজি নন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। জাতীয় অ্যাকাডেমির কোচের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। লক্ষ্মণ বর্তমানে বাংলার রঞ্জি দলের ব্যাটিং পরামর্শদাতা। এ ছাড়া আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের মেন্টরের পদেও রয়েছেন। বর্তমানে ভারতীয় বোর্ডের প্রস্তাব নাকচ করে দিয়েছেন লক্ষ্মণ। ফলে আবার নতুন করে সেই প্রক্রিয়া শুরু করেছে বোর্ড। সূত্রের খবর, অ্যাকাডেমির প্রধানের পদে লক্ষ্মণের মতো নতুন মুখের খোঁজ চালাচ্ছেন বিসিসিআই।