দুর্গাপুজোয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একের পর এক দুর্গামণ্ডপ ও মন্দিরে ভাঙচুর চালাচ্ছে ইসলামি কট্টরপন্থীরা। কুমিল্লায় ভাঙচুর হয়েছে একাধিক দুর্গা মণ্ডপে। ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে প্রতিমা। নোয়াখালিতে ভাঙচুর হয়েছে ইসকন মন্দিরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশের একাধিক জায়গায় আধা সামরিক বাহিনী নামিয়েছে হাসিনা সরকার। এখনো পর্যন্ত ইসলামি কট্টরপন্থীদের হামলায় সেদেশে ১০ জন হিন্দুর মৃত্যুর খবর মিলেছে।
বাংলাদেশে এই দুর্গাপূজার মণ্ডপ ও মন্দিরে লাগাতার হামলার প্রতিবাদে ব্যারাকপুরে চিড়িয়ামোরে বিক্ষোভ দেখাল বিশ্ব হিন্দু পরিষদ ব্যারাকপুর জেলা। শনিবার সন্ধ্যায় চিড়িয়ামোড়ে চার মাথার মোড়ে সামনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি করেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা-কর্মীরা। বাংলাদেশের হিন্দুদের সেদেশের সরকারকে নিরাপত্তা দিতে হবে দাবি তুলেছে তারা। পুলিশ পৌঁছে বাধা দিলে পরে বিক্ষোভ উঠে যায়।