টুর্নামেন্টের শুরুটা প্রত্যাশা মতো হয়নি। তবে প্রাথমিক জড়তা কাটিয়ে ভারত চলতি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে। খেতাবি লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে নেপালের। মুখোমুখি লড়াইয়ে একতরফা আধিপত্য দেখিয়েছে ভারত। এখনও পর্যন্ত দু’দেশ মোট ২১ বার একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। ভারত জিতেছে ১৫টি ম্যাচ। নেপাল জিতেছে মাত্র ২টি। ৪টি ম্যাচ ড্র হয়েছে।
আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম নেপাল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।ট্রেন্ডিং স্টোরিজ
কবে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১-এর ফাইনাল: ১৬ অক্টোবর, ২০২১ (শনিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে ভারত বনাম নেপাল ম্যাচ: দ্য ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম (মালে, মলদ্বীপ)।
কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা ৩০ মিনিটে শুরু ম্যাচ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: Eurosport SD ও Eurosport HD চ্যানেলে দেখা যাবে সাফ কাপের ফাইনাল।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Discovery + ও JioTV-তে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।