দূর্গা পুজোকে কেন্দ্র করে সারা বাংলাদেশে জ্বলছে হিংসার দাবানল। জায়গায় জায়গায় দূর্গা পুজোর মণ্ডপে আক্রমণ চলছে, ভাঙা হচ্ছে প্রতিমা ও হিন্দুদের প্রাণ পর্যন্ত কেড়ে নেয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলায় ৩ জন নিহত ও সাংবাদিকসহ ৬০ জন আহত হয়েছেন। বুধবারে সংঘটিত হামলায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মন্ডপ আক্রান্ত হয়।
এর আগে কুমিল্লার নানুয়া দিঘিরপাড়ে সংঘর্ষ ও ব্যাপকভাবে মন্ডপ ভাংচুর হয়। ধর্মীয় কট্টরপন্থী মুসলিমরা দলে দলে কোরান অপমানের মিথ্যে জিগির তুলে দূর্গা মূর্তি খালের জলে ফেলে দেয়।
অসংখ্য মুসলিম সংগঠন অবিলম্বে নানুয়া দিঘিরপাড়ে জড়ো হয় ও শুরু করে ভাংচুর ও মারধর।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র প্রামানিক এক টুইট বার্তায় বলেন, “পরিস্থিতি খুবই ভয়াবহ। শীল পাড়াতে ১৫০ টি পরিবার আক্রান্ত হয়, এছাড়া কক্স বাজারে নোয়াখালীর হাতিয়াতে ব্যাপক মূর্তি ভাংচুর ও হিন্দুরা আক্রান্ত হয়। অসংখ্য কালীমন্দির ও বিষ্ণুমন্দিরে হামলা হয়, মহিলাদের শ্লীলতাহানি করে মুসলিমরা। চাঁদপুরে দুজনকে খুন করা হয়।”
পরবর্তী টুইট বার্তায় তিনি জানান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কর্মকর্তাকে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়।
পুলিশ জানায় বাঁশখালীর চম্বল, কালী মন্দির মিউনিসিপালিটি এবং কর্ণফুলী উপজেলায় হিন্দুরা আক্রান্ত হয়। অসংখ্য মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় ।
কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে,
চাঁদপুরে বহু মন্দিরে এবং বাড়ি ঘরে হামলা হয়েছে। সেখানে একজন হিন্দু এবং ৪ জন মুসলিম মারা গিয়েছে।
নোয়াখালীর হাতিয়ায় ৩৪ টি পূজা মন্ডপের মধ্যে ২৬ টি ভাঙ্গচুর হয়েছে।
চট্টগ্রামের বাশখালীতে বহু মন্দির ও হিন্দু বাড়িঘর ভাঙ্গচুর হয়েছে।
কক্সবাজারে ২০০ এর উপরে হিন্দু শীল ও অন্যান্য সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দির ভাঙ্গচুর হয়েছে।
কুড়িগ্রামের উলিপুরে ৫ টি মন্দিরে অগ্নিসংযোগ করা হয়েছে।
চাপাইনবাবগঞ্জে একটি মন্দিরে ভাঙ্গচুর অগ্নিসংযোগ হয়েছে।
সিলেটের জকিগঞ্জে পুলিশের সাথে হামলাকারী মুসলিমদের সংঘর্ষে বহু আহত, ইউএনও এর গাড়ি ভাঙ্গচুর।
মৌলভীবাজারে মন্দিরে ব্যপক ভাঙ্গচুর হয়েছে।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাশীমপুরে প্রায় সব মন্দিরে হামলা ভাঙ্গচুর চলছে।
সকালে কুমিল্লায় বহু মন্দিরে ভাঙ্গচুর চলছে।
পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
এর বিরুদ্ধে –প্রেস বিজ্ঞপ্তি – জারি করেছে হিন্দু জাগরণ মঞ্চ:
বাংলাদেশের কুমিল্লাসহ সর্বত্র দুর্গাপূজার মন্ডপে ভাঙচুর ও হিন্দুসম্পত্তি লুটপাটের বিরূদ্ধে হিন্দু জাগরণ মঞ্চ, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। বিগত কয়েকমাসে পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতনে সীমান্তপারের জেহাদিরা উৎসাহিত হয়ে এইবছর বাংলাদেশে নতুন উদ্দ্যমে হিন্দুদের উপর অত্যাচার শুরু করেছে। হিন্দু জাগরন মঞ্চ বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছে।
সভাপতি,
হিন্দু জাগরণ মঞ্চ,
পশ্চিমবঙ্গ