কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। সোমবার কলকাতা হাইকোর্টের ৪২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন তিনি। গত এপ্রিলে বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের অবসরের পর থেকে শূন্য ছিল পদটি। শপথ নিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপ্রার্থীদের দ্রুত সুবিচার দিতে সদা তৎপর থাকব।’
সোমবার প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। শপথ নিয়ে তিনি বলেন, ‘দেশের সব থেকে পুরনো হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পেয়ে আমি খুশি। এই আদালতের বারে একাধিক স্বনামধন্য আইনজীবী রয়েছেন। বিচারপ্রার্থীদের দ্রুত সুবিচার দিতে আমি সদা সচেষ্ট থাকব।’ট্রেন্ডিং স্টোরিজ
সোমবার কলকাতা হাইকোর্টের ১ নম্বর এজলাসে শপথ নেন নতুন প্রধান বিচারপতি। এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব। ২০০৮ সালে বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। ওদিকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বদলি হয়েছেন এলাহাবাদ হাইকোর্টে।