ষষ্ঠীর দিন পশ্চিমবঙ্গের একাংশের ওপর থেকে বিদায় নিল বর্ষা। সোমবার রাজ্যের পশ্চিমের জেলাগুলি, মালদা ও দিনাজপুরের ওপর থেকে মৌসুমি বায়ু প্রত্যাহার হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সাধারণত ১০ অক্টোবর রাজ্যের ওপর থেকে বর্ষা বিদায় নেয়। এবছর তার থেকে এক দিন পর কেটেছে মৌসুমি বায়ুর প্রভাব।
চলতি বছর স্বাভাবিকের থেকে ৩ দিন পর ১১ জুন রাজ্যে বর্ষা প্রবেশ করেছিল। একের পর এক নিম্নচাপের জেরে চার মাস ধরে নাগাড়ে বৃষ্টি হয়েছে রাজ্যে। স্বস্তির খবর দিয়ে অবশেষে বিদায় নিল মৌসুমি বায়ু। যার জেরে পুজোর দিনগুলিতে বৃষ্টির আশঙ্কা আরও কমল।ট্রেন্ডিং স্টোরিজ
ষষ্ঠীর দিন পশ্চিমবঙ্গের একাংশের ওপর থেকে বিদায় নিল বর্ষা। সোমবার রাজ্যের পশ্চিমের জেলাগুলি, মালদা ও দিনাজপুরের ওপর থেকে মৌসুমি বায়ু প্রত্যাহার হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সাধারণত ১০ অক্টোবর রাজ্যের ওপর থেকে বর্ষা বিদায় নেয়। এবছর তার থেকে এক দিন পর কেটেছে মৌসুমি বায়ুর প্রভাব।
চলতি বছর স্বাভাবিকের থেকে ৩ দিন পর ১১ জুন রাজ্যে বর্ষা প্রবেশ করেছিল। একের পর এক নিম্নচাপের জেরে চার মাস ধরে নাগাড়ে বৃষ্টি হয়েছে রাজ্যে। স্বস্তির খবর দিয়ে অবশেষে বিদায় নিল মৌসুমি বায়ু। যার জেরে পুজোর দিনগুলিতে বৃষ্টির আশঙ্কা আরও কমল।
আবহাওয়া দফতরের প্রকাশিত মানচিত্র অনুসারে ঝাড়গ্রাম, পুরুল্যা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের একাংশের ওপর দিয়ে মৌসুমি বায়ু প্রত্যাহার হয়ে গিয়েছে। রাজ্যের বাকি জেলাগুলির ওপর দিয়ে মৌসুমি বায়ুর প্রভাব আজই কেটে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আর বর্ষা বিদায় নিতেই রাজ্যের বিভিন্ন শহরে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বায়ুদূষণের মাত্রা।