RCB vs KKR: শাকিব না রাসেল? আর এত বড়সড় ঝুঁকি কি নেবে KKR? প্লে-অফে সম্ভাব্য প্রথম একাদশ

1/11শুভমন গিল : এবারের আইপিএলে তেমন ছন্দে ছিলেন না। শেষ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে অর্ধশতরান করেছেন। বিশেষত শারজার ঢিমেগতির কঠিন পিচে শেষ ম্যাচেই অর্ধশতরান করেছেন। (ছবি সৌজন্য এএনআই)

ভেঙ্কটেশ আইয়ার : আইপিএলের দ্বিতীয় ভাগে তিনি দলে আসার পরই কেকেআরের ভোল বদলে গিয়েছে। ওপেনিংয়ে নির্ভরযোগ্য হয়ে উঠেছেন। দ্রুত রান তুলতে পারেন। (ছবি সৌজন্য এএনআই)
2/11ভেঙ্কটেশ আইয়ার : আইপিএলের দ্বিতীয় ভাগে তিনি দলে আসার পরই কেকেআরের ভোল বদলে গিয়েছে। ওপেনিংয়ে নির্ভরযোগ্য হয়ে উঠেছেন। দ্রুত রান তুলতে পারেন। (ছবি সৌজন্য এএনআই)
নীতিশ রানা : আইপিএলের দ্বিতীয় ভাগে বিশাল বড় রানের ইনিংস খেলেছেন, তেমন নয়। তবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সাতটির মধ্যে তিনটি ম্যাচে ৩০-এর বেশি রান করেছেন। একটি ম্যাচে করেছেন ২৫ রান। একটি ম্যাচে ব্যাটের সুযোগ পাননি। অপর ম্যাচে বেশিক্ষণ ব্যাট করতেই হয়নি। (ছবি সৌজন্য এএনআই)
3/11নীতিশ রানা : আইপিএলের দ্বিতীয় ভাগে বিশাল বড় রানের ইনিংস খেলেছেন, তেমন নয়। তবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সাতটির মধ্যে তিনটি ম্যাচে ৩০-এর বেশি রান করেছেন। একটি ম্যাচে করেছেন ২৫ রান। একটি ম্যাচে ব্যাটের সুযোগ পাননি। অপর ম্যাচে বেশিক্ষণ ব্যাট করতেই হয়নি। (ছবি সৌজন্য এএনআই)
রাহুল ত্রিপাঠী : আইপিএলের দ্বিতীয় ভাগে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। বিশেষত মুম্বই ইন্ডিয়ান্সের তাঁর মারকুটে ৭১ রানের জন্য কেকেআর নেট রানরেট বাড়াতে পেরেছিল। তবে আরও কিছুটা ধারাবাহিকতার প্রয়োজন আছে। (ছবি সৌজন্য পিটিআই)
4/11রাহুল ত্রিপাঠী : আইপিএলের দ্বিতীয় ভাগে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। বিশেষত মুম্বই ইন্ডিয়ান্সের তাঁর মারকুটে ৭১ রানের জন্য কেকেআর নেট রানরেট বাড়াতে পেরেছিল। তবে আরও কিছুটা ধারাবাহিকতার প্রয়োজন আছে। (ছবি সৌজন্য পিটিআই)
দীনেশ কার্তিক : তেমন ছন্দে নেই আইপিএলে। তবে ইনিংস শেষ করার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। (ছবি সৌজন্য পিটিআই)
5/11দীনেশ কার্তিক : তেমন ছন্দে নেই আইপিএলে। তবে ইনিংস শেষ করার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। (ছবি সৌজন্য পিটিআই)
ইয়ন মর্গ্যান : দলের অধিনায়ক না হলে নিশ্চিত বাদ পড়তেন। অধিনায়ক হওয়ার সুবাদে দলে জায়গা ধরে রেখেছেন। জীবনের জঘন্যতম ফর্মে আছেন। ১৪ ম্যাচে করেছেন মাত্র ১২৪ রান। গড় মাত্র ১২.৪। অনেকেই তাঁকে বাদ দেওয়ার দাবি তুলেছে। তবে নক-আউট ম্যাচে সেই ঝুঁকি নেবে না কেকেআর। (ছবি সৌজন্য পিটিআই)
6/11ইয়ন মর্গ্যান : দলের অধিনায়ক না হলে নিশ্চিত বাদ পড়তেন। অধিনায়ক হওয়ার সুবাদে দলে জায়গা ধরে রেখেছেন। জীবনের জঘন্যতম ফর্মে আছেন। ১৪ ম্যাচে করেছেন মাত্র ১২৪ রান। গড় মাত্র ১২.৪। অনেকেই তাঁকে বাদ দেওয়ার দাবি তুলেছে। তবে নক-আউট ম্যাচে সেই ঝুঁকি নেবে না কেকেআর। (ছবি সৌজন্য পিটিআই)
শাকিব আল হাসান বা আন্দ্রে রাসেল : চতুর্থ বিদেশি হিসেবে লড়াই হবে রাসেল এবং শাকিবের মধ্যে। এমনিতে শারজার পিচে শাকিব বেশি কার্যকর হবেন। তবে রাসেল ফিট থাকলে তাঁকে বাইরে রাখার সম্ভাবনা কম। রাসেল ফিট কিনা, সেটাই লাখ টাকার প্রশ্ন। রাসেল যদি ১০০ শতাংশ ফিট না থাকেন, তাঁকে কি খেলিয়ে ঝুঁকি নেবে কেকেআর? বিশেষত রাসেলের ফিটনেস ইতিহাস যথেষ্ট খারাপ। রাসেল খেলতে না পারলে শাকিব নিশ্চিতভাবে খেলবেন। (ছবি সৌজন্য, ফেসবুক @KolkataKnightRiders)
7/11শাকিব আল হাসান বা আন্দ্রে রাসেল : চতুর্থ বিদেশি হিসেবে লড়াই হবে রাসেল এবং শাকিবের মধ্যে। এমনিতে শারজার পিচে শাকিব বেশি কার্যকর হবেন। তবে রাসেল ফিট থাকলে তাঁকে বাইরে রাখার সম্ভাবনা কম। রাসেল ফিট কিনা, সেটাই লাখ টাকার প্রশ্ন। রাসেল যদি ১০০ শতাংশ ফিট না থাকেন, তাঁকে কি খেলিয়ে ঝুঁকি নেবে কেকেআর? বিশেষত রাসেলের ফিটনেস ইতিহাস যথেষ্ট খারাপ। রাসেল খেলতে না পারলে শাকিব নিশ্চিতভাবে খেলবেন। (ছবি সৌজন্য, ফেসবুক @KolkataKnightRiders)
সুনীল নারিন : আইপিলের দ্বিতীয় ভাগে খুব খারাপ ছন্দে নেই। তবে নারিনের মূল লড়াই হবে নিজের ইতিহাসের সঙ্গে। আইপিএলের ন'টি প্লে-অফ ম্যাচে নারিন নিয়েছেন মাত্র চারটি উইকেট। ব্যাট হাতে গড় ৮.৬। যেখানে সার্বিকভাবে ১৩০ ম্যাচে ১৩৭ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে গড় ১৫.৯৬। (ছবি সৌজন্য এএনআই)
8/11সুনীল নারিন : আইপিলের দ্বিতীয় ভাগে খুব খারাপ ছন্দে নেই। তবে নারিনের মূল লড়াই হবে নিজের ইতিহাসের সঙ্গে। আইপিএলের ন’টি প্লে-অফ ম্যাচে নারিন নিয়েছেন মাত্র চারটি উইকেট। ব্যাট হাতে গড় ৮.৬। যেখানে সার্বিকভাবে ১৩০ ম্যাচে ১৩৭ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে গড় ১৫.৯৬। (ছবি সৌজন্য এএনআই)
লকি ফার্গুসন : দ্বিতীয় ভাগে কেকেআরের ছন্দে ফেরার অন্যতম কারিগর হলেন কিউয়ি পেসার। দ্বিতীয় ভাগে পাঁচ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। চোটের জন্য দুটি ম্যাচ খেলতে পারেননি। দলের পেস বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন। শেষ ম্যাচেই চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন। (ছবি সৌজন্য পিটিআই)
9/11লকি ফার্গুসন : দ্বিতীয় ভাগে কেকেআরের ছন্দে ফেরার অন্যতম কারিগর হলেন কিউয়ি পেসার। দ্বিতীয় ভাগে পাঁচ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। চোটের জন্য দুটি ম্যাচ খেলতে পারেননি। দলের পেস বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন। শেষ ম্যাচেই চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন। (ছবি সৌজন্য পিটিআই)
বরুণ চক্রবর্তী : এবারের আইপিএলে এখনও পর্যন্ত কেকেআরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ১৪ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। দ্বিতীয় ভাগে সাত ম্যাচে ন'উইকেট নিয়েছেন। আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেই নিয়েছিলেন তিন উইকেট। চার ওভারে দিয়েছিলেন মাত্র ১৩ রান। (ছবি সৌজন্য আইপিএল)
10/11বরুণ চক্রবর্তী : এবারের আইপিএলে এখনও পর্যন্ত কেকেআরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ১৪ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। দ্বিতীয় ভাগে সাত ম্যাচে ন’উইকেট নিয়েছেন। আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেই নিয়েছিলেন তিন উইকেট। চার ওভারে দিয়েছিলেন মাত্র ১৩ রান। (ছবি সৌজন্য আইপিএল)
শিবম মাভি : আইপিএলের দ্বিতীয় ভাগে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। নিয়েছেন সাত উইকেট। গত ম্যাচেই রাজস্থানের বিরুদ্ধে ৩.১ ওভারে ২১ রান দিয়ে নিয়েছিলেন চার উইকেট। যা তাঁর আইপিএল কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। (ছবি সৌজন্য আইপিএল)
11/11শিবম মাভি : আইপিএলের দ্বিতীয় ভাগে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। নিয়েছেন সাত উইকেট। গত ম্যাচেই রাজস্থানের বিরুদ্ধে ৩.১ ওভারে ২১ রান দিয়ে নিয়েছিলেন চার উইকেট। যা তাঁর আইপিএল কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.