Opinion poll 2022: উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে জিতবে BJP! পঞ্জাব হাতছাড়া কংগ্রেসের?

২০২২ সালে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর বিধানসভা নির্বাচনে ফের জিততে চলেছে বিজেপি। এমনই পূর্ভাবাস দিল এবিপি সি-ভোটারের জনমত সমীক্ষা। এদিকে কংগ্রেসের চিন্তা বাড়িয়ে সমীক্ষায় দাবি কার হয়েছে পঞ্জাবে ক্ষমতা হাতছাড়া হতে পারে কংগ্রেসের। সেরাজ্যে সর্ববৃহত্ দল হতে পারে আম আদমি পার্টি। এদিকে গোয়া এবং উত্তরাখণ্ডেও জমি শক্ত করতে পারে আম আদমি পার্টি।

উল্লেখ্য, মণিপুর এবং পঞ্জাবে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব এখন হাত শিবিরের হাইকমান্ডের মাথা ব্যথার কারণ। গোয়াতে দলে ভাঙন ধরেছে। সেখানে আম আদমি পার্টির পাশাপাশি তৃণমূল কংগ্রেসও জমি শক্ত করার লক্ষ্যে ছক কষছে। আর এতে আখেড়ে লোকসান হচ্ছে কংগ্রেসেরই।

সাম্প্রতিক জমনত সমীক্ষা অনুযায়ী, উত্তরপ্রদেশে বিজেপির ঝুলিতে ৪১.৩ শতাংশ ভোট যেতে পারে। এদিকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেতে পারে ৩২ শতাংশ ভোট। মায়াবতীর বহুজন সমাজ পার্টি পেতে পারে ১৫ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে মাত্র ৬ শতাংশ ভোট। এর অর্থ, বিজেপি ২০২২ সালে ২৪১ থেকে ২৪৯টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি পেতে পারে ১৩০ থেকে ১৩৮টি আসন। মায়াবতীর দল পেতে পারে ১৫ থেকে ১৯টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র ৩ থএকে ৭টি আসন।

এদিকে সমীক্ষা অনুযায়ী পঞ্জাবে আম আদমি পার্টি ৩৬ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৩২ শতাংশ ভোট, শিরোমণি অকালি দল পেতে পারে ২২ শতাংশ ভোট। বিজেপির ঝুলিতে যাবে মাত্র ৪ শতাংশ ভোট। আম আদমি পার্টি ৪৯ থেকে ৫৫টি আসন জিততে পারে পঞ্জাবে। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র ৩০ থেকে ৪৭টি আসন। অকালি দল পেতে পারে ১৭ থেকে ২৫টি আসন। বিজেপি সর্বোচ্চ একটি আসন জিততে পারে। কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না ১১৭ আসনের এই রাজ্যে।

এদিকে উত্তরাখণ্ডে বিজেপি ৪৫ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় ফিরতে পারে। আম আদমি পার্টি এই রাজ্যে ১৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় বিকল্প হিসেবে দেখা দিতে পারে। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩৪ শতাংশ ভোট। কংগ্রেস এই রাজ্যে ২১ থেকে ২৫টি আসন জিততে পারে। অপরদিকে বিজেপি পেতে পারে ৪২ থেকে ৪৬টি আসন। আম আদমি পার্টি সর্বোচ্চ ৪টি আসন পেতে পারে এই রাজ্যে।

এদিকে ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় বিজেপি ২৪ থেকে ২৮টি আসন পেতে পারে বলে পূর্ভাবাস সমীক্ষার। কংগ্রেস পেতে পারে ১ থেকে ৫টি আসন। আম আদমি পার্টি গোয়াতেও ভালো ফল করতে পারে। তাদের ঝুলিতে যেতে পারে ৩ থেকে ৭টি আসন।

এদিকে মণিপুরে বিজেপি পেতে পারে ২১ থেকে ২৫টি আসন। কংগ্রেস পেতে পারে ১৮ থেকে ২২টি আসন। নাগা পিপলস ফ্রন্ট পেতে পারে ৪ থেকে ৮টি আসন। ৬০ আসন বিশিষ্ট এই রাজ্যে বিজেপিকে সরকার গঠন করতে নির্দল বা এনপিএফ-এর সহায়তা প্রয়োজন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.